.
রাত ১০টা!
খুব সুন্দরী একটি মেয়ে রাস্তার পাশে দাড়িয়ে আছে! আমাকে দেখেই বলে উঠলো, - এই যে দাঁড়ান!
- জ্বি, কিছু বলবেন?
- হ্যা!
- বলুন.....
- আমাকে একটু হেল্প করবেন প্লিজ?
- কেন কি হইছে?
- আশেপাশে কোনো রিকশা পাচ্ছি না খুব ভয় করছে! তাই বলছিলাম আমাকে যদি বাসা পর্যন্ত পৌঁছে দিতেন!
- বাসার এড্রেস বলুন.....
- ২১৯নাম্বার রোড, ৩২৫নাম্বার বাসা।
- কিন্তু আমি'তো এমন জায়গা চিনি না!
- আমিও চিনি না! রিকশাওয়ালাকে বললে সে নিয়ে যায়!
- আজব! তো কি করবেন এখন?
- আপনার বাসায় একটু নিয়ে চলুননা! আজকের রাতটা নাহয় সেখানেই কাটিয়ে দিব।
- অসম্ভব! খালি বাসায় কোনো মেয়েকে নিয়ে যাওয়া ঠিক হবে না।
- খালি বাসা মানে?
- মানে আম্মু, আব্বু নানুর বাসায় গেছেন বেড়াতে!
- তাহলে'তো ভালোই!
- ভালো মানে?
- মানে কেউ সন্দেহ করতে পারবে না, আমি ভোরবেলায় উঠে চলে যাব।
.
- আচ্ছা একটা কথা বলুনতো, আপনি আমাকে এতো বিশ্বাস করছেন কিভাবে! আমি চাইলেই'তো আপনার ক্ষতি করতে পারি!!!
- করবেন না, সেই বিশ্বস্ত সার্টিফিকেট আছে!
- সার্টিফিকেট মানে?
- আপনার মুখের ছোট্ট ছোট্ট দাড়িগুলো!
.
আমি আর কোনো কথা বললাম না! অনেকটা মুগ্ধ হয়ে মেয়েটিকে নিয়ে বাসায় ফিরলাম।
তাকে অন্যরুমে রেখে, ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়লাম! সকালে ঘুম থেকে উঠে দেখি, মেয়েটি বাসায় নেই! হয়তো চলে গেছে।
.
পরেরদিন নানু বাড়ি থেকে আব্বু আম্মু আসলো।
এসেই আম্মু আমার রুমে ঢুকে খুব আগ্রহ নিয়ে বলতো শুরু করলো - রাসেল তোর জন্য একটা পাত্রী দেখেছি!
- পাত্রী কি আম্মু?
- বোকা ছেলে! বিয়ে করবি না, সেই হবু বউয়ের কথা বলছি!
- এখোনি বিয়ে কেন মা? সবেমাত্র চাকরিটা পেয়েছি।
- আর কোনো অজুহাত চলবে না বাবা, আগামী মাসের মধ্যেই তোর বিয়ের ব্যবস্থা করতেছি!
- যা ভালো মনেকর করো তাই করো মা!
.
আম্মু চলে যাচ্ছে.....
এমন সময় দরজার কাছে গিয়ে পিছন ফিরে চেয়ে বলে উঠলো, - রাসেল কাউকে পছন্দ করে থাকলে বলতে পারিস....
"সত্যিই আমার মায়ের কোনো তুলনা হয় না।"
- না মা আমার কোনো পছন্দ নেই!
আম্মু মুচকি হেসে বললো, - কিন্তু তোকে একজন পছন্দ করে!
আমি আকস্মাৎ বোকা হয়ে গেলাম!
ভাবনায় পড়ে গেলাম.......!
.
.
যাইহোক সব ভাবনা দূরে ঠেলে চাকরিতে মনোযোগ দিলাম। দেখতে দেখতে এক মাস চলে গেল!
প্রথম বেতন পেলাম ২৫হাজার। মায়ের জন্য, বাবার জন্য সামান্য শপিং করলাম! বাসায় ফিরতেই আম্মু বলে উঠলো, - রাসেল বাবা আমাদের জন্য আনলেই হবে? বউ'মার জন্য কিছু আনিসনি?
- বউ'মা?!!!
- হুম! আগামী শুক্রবার তোর বিয়ে! বলছিলাম'না ১মাসের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবো!
- তুমি পারোও মা।
.
বাপের একমাত্র ছেলে হিসেবে নিজের বিয়ের আয়োজন নিজেকেই সব করতে হচ্ছে!
.
আজ শুক্রবার! আজ আমার বিয়ে।
সারাদিনের আনুষ্ঠানিকতা শেষে বাসর রাত।
বাসরঘরে ঢুকতেই চমকে গেলাম! এ'তো সেই মেয়ে, যে রাত ১০টার সময় আমার হেল্প চেয়ে বাসায় এসে উঠেছিলো!
আমি থ হয়ে মেয়েটার দিকে চেয়ে রইলাম। ঘোর ভেঙে দিয়ে বালিকা বলে উঠলো,
- কি ব্যাপার চমকে গেলেন?
- তুমি?!!!
- হ্যা আমি!
একটা কথা কি জানেন? বিয়েটা হলো সারাটা-জীবনের ব্যাপার! যাকে বিয়ে করবো, তাকে একটু পরীক্ষা করে দেখবোনা সে কেমন চরিত্রের?!
তাই আপনার সাথে সেদিনের নাটকটা করেছিলাম তারজন্য ক্ষমাপ্রার্থী।
- তাহলে পরীক্ষায় কি পাস করলাম?
- ১০০তে ১০০ পাইছেন!!!
- তাহলে মিষ্টি খাওয়াও!
অতঃপর ওষ্ঠদ্বয়ে অনুভব করলাম, নতুন বউয়ের মিষ্টি ছোঁয়া।
.