স্বপ্নে কারো মৃত্যু দেখলে এর বিভিন্ন অর্থ

স্বপ্নে কারো মৃত্যু দেখলে এর বিভিন্ন অর্থ হতে পারে। যেমন- স্বপ্নে নিজের মৃত্যু দেখলে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসা বুঝায়, স্বপ্নে রোগাক্রান্ত ব্যক্তির মৃত্যু দেখলে তার হায়াত বাড়ে, স্বপ্নে রাজা বাদশা বা সমাজপতির মৃত্যু দেখলে তাদের পতন ইংগিত করে। মনে রাখতে হবে - ব্যক্তি ও অবস্থা ভেদে স্বপ্নের তাবীর ভিন্ন ভিন্ন হয়। যেমন -একই স্বপ্ন যদি সুস্থ ও অসুস্থ ব্যক্তি দেখে তবে তার অর্থ কিন্তু এক হয় না। তেমনি রাজা ও প্রজার স্বপ্নের তাবীর এক হয় না। আরো মনে রাখা দরকার স্বপ্ন হীতাকাংখী ছাড়া যার তার কাছে বলতে হয় না। এটা নবিজী স. নিষেধ করেছেন। তিনি বলেছেন- স্বপ্নের তাবীর যেভাবে করা হয় সে ভাবেই তা ফলে যায়। অতএব তোমার কল্যাণকামী ছাড়া কারো কাছে স্বপ্ন প্রকাশ করোনা। ধন্যবাদ।
তথ্যসূত্র :
১.স্বপ্ন ও তার ব্যাখ্যা : ইমাম আল্লামা ইবনে সীরীন রহ.
২. কুরআন ও সুন্নাহর আলোকে স্বপ্ন : ইমাম ইবনুল কাইয়্যেম রহ.
পরামর্শ দিয়েছেন :
আলহাজ্ব মাওলানা হাফেজ মো: ছাইফুল হক ইছলাহী
অধ্যক্ষ, রাজাপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা,
ঝালকাঠি।

Total Pageviews