Home »
খাদ্য ও স্বাস্থ্য
» গাঁজা সেবনে পুরুষের শুক্রাণুর উর্বরতা নষ্ট হয়
গাঁজা সেবনে পুরুষের শুক্রাণুর উর্বরতা নষ্ট হয়
on-lineকম বয়সী সে সকল পুরুষরা গাঁজা সেবন করেন তাদের ভবিষ্যতে বাবা হওয়ার ক্ষমতা হ্রাস পায় বলে এক গবেষণায় জানানো হয়। গাঁজার উপাদান পুরুষের শুক্রাণুর আকার ও আকৃতিতে প্রভাব ফেলে বলে গবেষণায় দেখা গেছে। সেফিল্টড এবং ম্যানচেস্টার সবকয়টি বিশ্ববিদ্যালয় মিলে এ সংক্রান্ত গবেষণা পরিচালিত করে। পুরুষের জীবনযাপনপদ্ধতি শুক্রাণুর ওপর প্রভাব ফেলে বলে দেখেছেন তারা। গবেষকরা ১৪টি ফার্টিলিটি ক্লিনিক থেকে ২ হাজার ২৪৯জন পুরুষকে বেছে নেন এবং তাদের মেডিক্যাল ইতিহাস লিপিবদ্ধ করেন। স্পার্ম মর্ফোলজিতে এসব পুরুষদের স্পার্ম সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তারা ৩১৮ জন পুরুষের শুক্রাণু নেন যাদের ৪ শতাংশয়েরও কমসংখ্যকের শুক্রাণু আদর্শ মাপে ছিলো। এ ছাড়া ১ হাজার ৬৫২ জন পুরুষকে আলাদাভাবে নিয়ন্ত্রিত পরিবেশে রেখে তাদের শুক্রাণু পরীক্ষা করা হয়। এদেরশুক্রাণু আদর্শ অবস্থায় পাওয়া গেছে। এদের মধ্যে যারা গাঁজা নিতেন তাদের স্পার্মের আদর্শ অবস্থা নষ্ট হয়ে যায়। অন্যদিকে ভালো শুক্রাণু উৎপন্ন হয় যারা আদর্শ জীবনযাপন করেছেন।