আমি রূপনগরের রাজকন্যা - শিল্পীঃ ফেরদৌসী রহমান

আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি।
নয়নের বান দিয়ে গো, যৌবনের দোল দিয়ে গো
নুপুরেরও তালে তালে তোমায় আমি বেঁধেছি
জানি গো জানি আমি তোমারে যে বেঁধেছি।।
সবার চোখে রং লাগিয়ে, সবার মনে ঢেউ জাগিয়ে
নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি
জানি গো জানি সবার মনকে নিয়ে চলেছি।।

Last 7 Days Visitors