এসএমএস পাঠিয়ে স্মার্টকার্ড পাবেন যেভাবে

দেশের নাগরিকদের জাতীয়পরিচয়পত্রের স্মার্টকার্ড দেওয়াশুরু করেছে সরকার। ইতোমধ্যেইঅনেকে নিজেদের কার্ড বুঝেপেয়েছেন।তবে সবার হাতে এখনোপৌঁছায়নি স্মার্টকার্ড। কিন্তুযারা এখনও পাননি তারানিজেই জেনে নিতে পারেনকখন হাতে পাবেন আপনারকার্ডটি। ১০৫ নম্বরে এসএমএসপাঠিয়ে বা নির্বাচন কমিশনেরওয়েবসাইট থেকে জানতেপারবেন এ তথ্য।এছাড়া নির্বাচন কমিশনেরওয়েবসাইটের https://services.nidw.gov.bd/voter_centerলিংকে গিয়ে এনআইডি নম্বর ওজন্ম তারিখ অথবা ফরম নম্বর ওজন্মতারিখ দিয়ে স্মার্টকার্ডবিতরণের তারিখ জানা যাবে।তবে যাদের স্মার্টকার্ডবিতরণের তারিখ এখনো নির্ধারণহয়নি তাদেরকে পরবর্তীতেআবার অনুসন্ধান করার কথা বলাহবে।এসএমএসের মাধ্যমেও বিতরণেরতারিখ ও কেন্দ্রের নাম জানাযাবে। এসএমএসের মাধ্যমেজানতে SC লিখে স্পেস দিয়ে ১৭সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫নম্বরে পাঠাতে হবে। আর যাদেরএনআইডি ১৩ ডিজিটের তাদেরএনআইডির নম্বরের প্রথমে জন্ম সালযোগ করতে হবে।এখনও যারা এনআইডি পাননিতারা SC লিখে স্পেস দিয়ে Fলিখে স্পেস দিয়ে নিবন্ধনস্লিপের ফরম নম্বর লিখে স্পেসদিয়ে D লিখে স্পেস দিয়ে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরেপাঠাতে হবে।

Total Pageviews