Home »
online Earning Tips
» আসুন জেনে নেই কিভাবে ফাইবার মার্কেটপ্লেস কাজ করে।
আসুন জেনে নেই কিভাবে ফাইবার মার্কেটপ্লেস কাজ করে।
আস্সালামু আলাইকুম, আশাকরি সবাই ভাল আছেন, আমি একজন ফ্রিলেন্সার হিসেবে কয়েকটি মার্কেটপ্লেসে কাজকরছি। যেমন, ওডেস্ক, ইলেন্স ওফাইবার। এখানে ওডেস্ক ও ইলেন্স সম্বন্ধে সবারই জানা তারপরও একটু বলি ওডেস্ক ও ইলেন্স হল যেখানে ক্লাইন্টরা কাজ পাবলিশ বা পোস্ট করে থাকেন বা খুব ভাল প্রোফাইল হলে ইন্টারভিউ পেয়ে থাকেন। ধরে নেই আমাদেরকে জবে এ্যপলাই করেই কাজ করতে হয়। তারপর ক্লাইন্ট আপনাকে সিলেক্ট করলে ইন্টারভিউ এর মাধ্যমে একটি নির্দিষ্ট ঘন্টা বা ফিক্সড এমাউন্ট এর মাধ্যমে কাজ গুলো দিয়ে থাকেন এবং এভাবে কাজ করতে করতে আপনার অনেক স্কিল তৈরি হয়। দেখা যায় আপনি একটি ক্লাইন্টের কাজ করতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের কাজে যুক্ত হন। যেমন,গ্রাফিক্স ডিজাইন, এইচ,টি,এম,এল, সি,এস,এস, জেকোয়ারি, এসইও, ওয়ার্ডপ্রেস, আবার এগুলোর ভিতরও অনেক কাজ রয়েছে। যারা করেন তারা অনেক ভাল বলতে পারবেন। তাহলে দেখা যায় একটি ক্লাইন্টের সাথে কাজ করতে গেলে আপনাকে যেমন অভিজ্ঞ হতে হয় আবার অভিজ্ঞতাও বারে। তাই বড় কাজ করার জন্য ওডেস্ক ও ইলেন্সই ভাল। কিন্তু আপনার যে এক একটি স্কিলযেমন, লিন্ক বিল্ডিং,গ্রাফিক্স ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন, এক্সেল ইত্যাদি অনেক ছোট ছোট কাজ রয়েছে যে গুলো আপনি চাইলেই বিক্রি করতে পারেন না বা আপনার কাছ থেকে কেনার মত কোন অপশন ওডেস্ক বা ইলেন্সে নেই। কিন্তু এই স্কিল বা সার্ভিস গুলো আমরা আলাদা আলাদা করে বিক্রি করতে পারি। আর এর জন্য একটি জনপ্রিয় মার্কেটপ্লেসও রয়েছে তার নাম হল ফাইবার । https://www.fiverr.com/ এখানে আপনার অর্জিত টাকা পেপাল অথবা পেওনিয়ার এর মাধ্যমে তুলতে পারবেন। যদি আপনার পেওনিয়ার কার্ড থাকে তাহলে পেওনিয়ার কাস্টোমার সার্পোট এর মাধ্যমে আপনার কার্ডটিকে ওডেস্ক, ইলেন্স ওফাইবারেএর সাথে যুক্ত করেনিতে পারবেন। আমিও করছি যদি কোন ভাইয়ার প্রয়োজন পরে তাহলে হেল্প করব। তাহলে আমরা যতুটুকু জানলাম এই মার্কেটপ্লেসের মাধ্যমে সার্ভিস বিক্রি করেতে পারি। এখানে আপনাকে প্রতিটি সার্ভিস বিক্রি করার জন্য একটি গিগ তৈরি করতে হবে। এবং আপনার গিগটি তৈরি হলে ফাইবার নিজের থেকেই তা মার্কেটিং করবে। ইমেল মার্কেটিং সহ এবং আপনি তা দেখতেও পারবেন যে আপনার গিগটি কতবার ভিউ, ক্লিক বা ইমপ্রেশন হয়েছে। আসুন তাহলে এখানে কিভাবে কাজ করতে হয় তাএকটু শেয়ার করি। এখানে কাজ করার পূর্বে আগে ওয়েব সাইট টি ভিজিট করেদেখবেন যে কে কি ধরনের সার্ভিস বা গিগ বিক্রি হচ্ছে এবং আপনি যে ধরনে কাজ করেন সে ধরনের ক্যাটাগরিতে গিয়ে দেখবেন। এরপরই আপনার মোটামুটি ধারনা হয়ে যাবে যে এ ধরনের কাজ তো আমি পারি বা অর্ডার করলে আপনি তা হয়ত ১ ঘন্টা বা ২ ঘন্টার ভিতর করে দিতে পারবেন। এখানে তিনটি ধাপে রয়েছে প্রথম অবস্থায় আপনি ১০টি গিগ বিক্রি করলে লেভল-১ নির্বাচিত হবেন তখন আপনি একটি গিগ থেকে এক্সট্রা ইনকাম করতে পারবেন। এরপর ৫০টি গিগ বিক্রি করলে লেভেল-২ সেখানে আরো বেশি সুবিধা পাবেন এরপর গোল্ড লেভেল যাফাইবারনিজে থেকে আপনার কাজের উপর দিয়ে থাকে। আমি চেষ্টা করেছিফাইবারেরউপর একটু ধারনা দিতে আসুন কাজ শিখি কাজ করি কাজ বিক্রি করি। আমি আমার নিজের পক্ষ থেকে এই কথা গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে আমার কোন ব্যাবসা, প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন নেই। আপনারা হয়ত মনে করতে পারেন। তবে ফাইবারে কাজ করছেন বা করতে যাচ্ছেন তাদের কথা চিন্তা করে সবার অভিজ্ঞতার কথা তুলে ধরার জন্য ও আলচনার জন্য আমি একটি ফেইসবুক গ্রুপ তৈরি করেছি Osamaninagar Outsourcing Help Center নামে। অথবা এই লিন্কে গিয়ে জয়েন হতে পারেন। পরবর্তিতে কিভাবে এখানে একাউন্ট ও গিগ তৈরি করতে হয় তা নিয়ে আলোচনা করব। আশকরি ভাল থাকবেন বিস্তারিত জানতে আমাদেরগ্রুপেজয়েন করুন।