ধীরে ধীরে যাও না সময় - শিল্পীঃ হাবিব ওয়াহিদ

ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আরেকটুক্ষণ রও না সময়
একটু পরে যাও ।।
প্রিয়২৪.কম
জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি অনেক কাঁদা
তবু হিসাব নিকাশ চুলোয় দিয়ে
দুঃখের সঙ্গে আড়ি নিয়ে ,
করবো একটু বাড়াবাড়ি ,
ভালো পাওয়ার কাড়াকাড়ি
যাক সব থেমে যাক……
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আর একটুক্ষণ রও না সময়
একটু পরে যাও

Total Pageviews