Home »
যৌন বিষয়ক টিপস
» ভোরবেলার যে পুরুষালি গোপন’ সত্য সব মহিলার জানা জরুরি!
ভোরবেলার যে পুরুষালি গোপন’ সত্য সব মহিলার জানা জরুরি!
ঘুম ভাঙলে অজান্তেই দৃঢ় হয়ে ওঠেপুরুষাঙ্গ। স্বাভাবিক ভাবেই এই নিয়েচূড়ান্ত অস্বস্তিতে ভোগেন অধিকাংশপুরুষ। আপাত দৃষ্টিকটূ বিষয়টি নিয়েমহিলারা টিকা- টিপ্পনি করলেও আসলকারণ ব্যাখ্যা করলেন বিজ্ঞানীরা। বালকথেকে বৃদ্ধ, সব বয়সের পুরুষের মধ্যেইসকালে ঘুম ভেঙে লিঙ্গের দৃঢ়তা নিয়মিতঘটনা। বিষয়টি অনেকের পক্ষে চরমঅস্বস্তিকর বলে মনে হয়। বহু নারীরধারণা, পুরুষের মস্তিষ্কে সাত-সকালেইযৌন ইচ্ছা জাগে। কিন্তু ব্যাপারটাআদৌসে রকম নয় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।চিকিত্সাশাস্ত্রে শারীরিক এই পরিবর্তনেরনাম nocturnal penile tumescence(NPT)। এই শারীরিক বিক্রিয়ার পিছনেএকাধিক কারণ রয়েছে বলে জানা গিয়েছে।প্রচলিত ধারণায়, ঘুমন্ত অবস্থায় যৌনউত্তেজক স্বপ্ন দেখে থাকলে পুরুষাঙ্গঋজু হয়ে ওঠে। আবার কারও কারও মতে,মুত্রাশয়ে বেশি পরিমাণ প্রস্রাব জমলে তাচাপ তৈরি করে বলেই লিঙ্গ শক্ত হয়ে ওঠে।অর্থাত্ প্রস্রাব করার পরেই লিঙ্গশিথিলহয়ে স্বাভাবিক আকার ধারণ করবে। তবে৬০-৭০-এর কোঠায় বয়স বাড়লে পুরুষেরএইপ্রবণতা দূর হয়। আসলে মস্তিষ্কেরনির্দেশ সব সময় পালন করে শরীর। তারইশারাতেই দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গনড়াচড়া করে। গভীর ঘুমে ডুবে থাকার সময়সেই নিয়ন্ত্রণে কিছুটা ঢিলেঢালা ভাবআসে। মস্তিষ্কের কড়া নজরদারি এড়িয়েসেই সময় স্বাধীন আচরণ করতে পারেপুরুষাঙ্গ। ঘুম থেকে ওঠার পরে পুরুষেরটেস্টোস্টেরোন ক্ষরণের মাত্রা থাকেসর্বাধিক। দিনের মোট ক্ষরণের প্রায়২৫%-৫০% এই সময় হয়। এর পরে বেলাগড়ানোর সঙ্গে সঙ্গে এই মাত্রা হ্রাসপায়। চিকিত্সকদের মতে, সারা রাতে ঘুমন্তপুরুষের অন্তত ৫-৬ বার লিঙ্গ দৃঢ় হয়েওঠে। কিন্তু তার মানে এই নয়, যে সেইসময় যৌন উত্তেজনা বোধ হয়।চিকিত্সকরা জানাচ্ছেন, অতিরিক্তসংবেনশীল হওয়ার কারণে কোনও নরমজিনিসের স্পর্শ পেলেই লিঙ্গ দৃঢ় হয়েওঠে। তা ছাড়া, যৌনতায় পারদর্শী হতেগেলেও গভীর ঘুমের প্রয়োজন আছে। #Men of all ages wake up with anerection. # The medical name forthis symptom is nocturnal peniletumescence (NPT). # Some peoplethink the arousal is the result ofa dream filled with sexualfantasies. # It has often beencalled a pee-boner as well,assuming guys just need to peeand all will be fine. # He’s a totalman’s man in the morningsbecause he’s hormonal. # Aman’s erection comes afterreceiving signals from the braintelling him he is stimulated andready. # It’s important for mento get a good night’s sleep to beproductive during the day.