Home »
যৌন বিষয়ক টিপস
» গোপন অঙ্গে দুর্গন্ধহওয়ার সমস্যাটা
গোপন অঙ্গে দুর্গন্ধহওয়ার সমস্যাটা
গোপন অঙ্গে দুর্গন্ধহওয়ার সমস্যাটা অনেকেরই আছে।বিশেষ করে নারীদের ক্ষেত্রে এইসমস্যা অনেক বেশী। এবং এটা এতইবিব্রতকরএকটি সমস্যা যে কাউকে বলাও যায়না। আবার সহ্যও করা যায় না। আর এমনসমস্যা নিয়ে ডাক্তারেরকাছে যাবার কথা তো কোননারী চিন্তাও করেন না। কিন্তুমনে রাখবেন, আপনার স্বাভাবিকযৌন জীবনে মারাত্মকসমস্যা তৈরি করতে পারে গোপনঅঙ্গে দুর্গন্ধ।দুর্গন্ধ দূর করার চেষ্টা করেও বারবারবিফল হয়েছেন? আসুন জেনে নেইশরীরের স্পর্শ কাতর সেই অংশেরদুর্গন্ধ দূর করার কার্যকরী উপায়।প্রতিটি মানুষের শরীরে স্বাভাবিকএকটি ঘ্রাণ আছে। মেয়েদেরক্ষেত্রে পিরিয়ডের সময় খুবসুক্ষ্মভাবে ঘ্রাণটি পরিবর্তিতহয়ে যায়। এছাড়াও মানুষের বগল,পায়ের পাতা কিংবা শরীরেরঅন্যান্য ভাঁজের জায়গায় দুর্গন্ধহয়ে থাকে। গোপন অঙ্গটিও বাদ যায়না। তবে গোপন অঙ্গে দুর্গন্ধ হবারপেছনে আছে বেশ কিছু কারণ। যেমন,-আপনার যদি স্বাস্থ্যভালো হয়ে থাকে, তাহলে শরীরেরভাঁজে ভাঁজে ঘাম জমে যায়।সেখানে ব্যাকটেরিয়া জন্মায় ওদুর্গন্ধের সৃষ্টি হয়।-এছাড়া গোপন অঙ্গে ইস্টবা ব্যাকটেরিয়া ইনফেকশনথেকে হতে পারে খুবই বাজে দুর্গন্ধ।-গোপন অঙ্গ সঠিক ভাবে পরিষ্কারপরিচ্ছন্ন না রাখা, পিরিয়ডের সময় একপ্যাড দীর্ঘক্ষণ ব্যবহারকরা ইত্যাদি কারণেও জন্ম নেয় দুর্গন্ধ।-এছাড়া খুব বেশী টাইট পোশাকদীর্ঘসময় পরিধান করলেও ঘামে দুর্গন্ধহতে পারে। অনেকের প্রস্রাব লিককরার সমস্যা থাকে। সে কারণেও গন্ধহতে পারে।কী করবেন?-প্রথমেইযা করতে হবে তা হলো পরিষ্কারপরিচ্ছনতা রক্ষা করা। নিজের গোপনঅঙ্গের যত্ন খুব ভালোভাবে নিন।সর্বদা পরিষ্কার থাকুন।ভালো অ্যান্টি ব্যাকটেরিয়ালসাবান ব্যবহার করুন।-বাজারে গোপন অঙ্গ পরিষ্কার করারজন্য ভালো কোম্পানির বিশেষধরণের সাবান ও বডি ওয়াশকিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহারকরুন।-গোপন অঙ্গে পাউডার ব্যবহারকরতে হলে অ্যান্টি ব্যাকটেরিয়ালও সুগন্ধী পাউডার ব্যবহার করুন।তবে দীর্ঘসময় একই স্থানে পাউডারদিয়ে রাখবেন না।-নিজের প্যানটি পরারআগে পারফিউম ছিটিয়ে নিন।-বেশী টাইট পরবেন না পোশাক।গোপন অঙ্গে দুর্গন্ধহলে ঢিলেঢালা পোশাক পরাইসবচাইতে ভালো।-ভালো করে খেয়াল করুন।চুইয়ে চুইয়ে প্রশ্রাবএসে কি প্যানটি ভিজে যায়? এমনসমস্যা অনেক নারীরই থাকে।যদি তা হয়তো অবিলম্বে ডাক্তারেরকাছে যান।-ভালো কোম্পানিরস্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন।পিরিয়ডের সময় বাড়তি পরিছন্ন থাকুন।-গোপন অঙ্গ পরিষ্কার করতে উষ্ণপানি ব্যবহার করুন। যতবার টয়লেটব্যবহার করবেন, প্রতিবারভালো করে সাবান দিয়ে পরিছন্নহোন।এসবের পরেও যদি গোপন গঙ্গের গন্ধ দূরকরতে না পারেন, অবশ্যই ডাক্তারেরকাছে যান। এটা হতে পারে অন্যকোন শারীরিক সমস্যার ইঙ্গিত!লজ্জায় নিজেরশরীরকে অবহেলা করবেন না।দেশে অনেকভালো ভালো গাইনি ডাক্তারআছেন। অবশ্যই তাদের পরামর্শ নিন।