Home »
SSC Exam Suggesstions
» [Mega post][SSC Ques: Out] S.S.C এর প্রশ্ন ফাঁস কিভাবে হয় নেটের মাধ্যমে।
জেনে নিন বুদ্ধি খাটিয়ে এবং দেখে নিন।
[Mega post][SSC Ques: Out] S.S.C এর প্রশ্ন ফাঁস কিভাবে হয় নেটের মাধ্যমে। জেনে নিন বুদ্ধি খাটিয়ে এবং দেখে নিন।
আশা করি সবাই বেশ আছেন।এই ট্রিকটি আমার শিক্ষকের কাছ থেকে জেনেছি তাই নিজে লিখে শেয়ার করলাম।আর আপনাদের জন্য GP ফ্রি নেট রয়েছে FB.ফাঁশ কথাটা শুনতে যেন কেমন লাগে।হ্যা তবে প্রশ্ন ফাঁশ বর্তমানে সামান্য হলেও চলতে থাকে।গত গণিত পরিক্ষায় ও এটা হয়েছিল[যতটুকু জানি এবং বুঝেছি]।যাই হোক এবার চলে আসি কিভাবে নেট থেকেই ফাঁশ হয়।আপনারা জানেন নেটে বিভিন্ন বছরের এক্সামের জন্য সাজেশন দিয়ে থাকে।লাস্ট শেষ রাতে 2017 এর SSC সাজেশণ ইত্যাদি লিখে কিছু সার্চ মারুন।সেগুলো সবকয়টি খুব খুব পড়ুন।কারণ প্রশ্নের বিশেষ অংশ ওখান থেকেইনেয়া হয়।তো বিষয়টি লক্ষ করতে পারেন।গত গণিত পরিক্ষায় ও আমি এই নেটের প্রশ্ন বিষয়ে ১০০% নিশ্চিত হয়েছি।জাস্ট শেয়ার করার জন্যই লিখলাম।আর এটা ফাঁশ না ভেবে সাজেশন হিসেবে পড়তে পারেন ফলাফল কিছুটা হলেও কমন পাবেন।প্রশ্ন বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে ফেবুতে এড করুন। জানানো হবে।আর জিপির ফ্রি নেট 100% working, হ্যাকিং শেখা এবং প্রযুক্তির যেকোনো প্রয়োজনে ফেসবুকে এড করতে পারেন। ফ্রিতে সবকিছু শেখানো হয়।আর কিছু দিন পর গ্রুপ খোলা হবে।