Home »
Bangla Song Lyrics
» Bangla song lyrics Download, বলতে বলতে চলতে চলতে লিরিক্স – ইমরান ( বলতে
বলতে চলতে চলতে – ২০১৫)
Bangla song lyrics Download, বলতে বলতে চলতে চলতে লিরিক্স – ইমরান ( বলতে বলতে চলতে চলতে – ২০১৫)
বলতে বলতে চলতে চলতে লিরিক্সবলতে চেয়ে মনে হয়বলতে তবু দেয়না হৃদয়,কতটা তোমায় ভালবাসি।চলতে গিয়ে মনে হয়দুরত্ব কিছু নয়,তোমারি কাছেই ফিরে আসি।তুমি তুমি তুমি শুধু এই মনের আনাছে কানাছে,সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে।।বলতে চেয়ে মনে হয়বলতে তবু দেয়না হৃদয়,কতটা তোমায় ভালবাসি।মেঘের খামে আজ তোমার নামেউড়ো চিঠি পাঠিয়ে দিলাম,পড়ে নিও তুমি মিলিয়ে নিওখুব যতনে তা লিখে ছিলাম।।ও চাই পেতে আরও মনপেয়েও এত কাছে,বলতে চেয়ে মনে হয়বলতে তবু দেয়না হৃদয়,কতটা তোমায় ভালবাসি।মন অল্পতে প্রিয় গল্পতেকল্পনায় স্বপ্ন আঁকে,ভুল ত্রুটি আবেগী খুঁনসুটিসারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে।।ও চাই পেতে আরও মনপেয়েও এত কাছে,বলতে চেয়ে মনে হয়বলতে তবু দেয়না হৃদয়,কতটা তোমায় ভালবাসি।