ফ্রিল্যান্সার হতে চাইলে এই পথফলো করুন। সফলতা আসবেই ১০০% গ্যারান্টি

ফ্রিল্যান্সার হতে চাই, কিভাবে শুরু করবো ? এই প্রশ্নটা হাজার বার শুনেছি। তাই আজকে সঠিক একটা রাস্তা দেখানোর চেষ্টা করলাম।যারা শর্টকার্টে ফ্রিল্যান্সার হতেচান তাদের কাছে ভালো না ও লাগতে পারে। আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করার শর্টকার্ট কোনো রাস্তা নেই। যারা বলছে ৭ দিনে ফ্রিল্যান্সার বানাবে তাদেরকে বলতে চাই, মার্কেটপ্লেসে একাউন্ট খুললে ফ্রিল্যান্সার হওয়া যায় না।কাজ না শিখে একাউন্ট খুলে মার্কেটের যে অবস্থা তৈরী হচ্ছে, ভবিষ্যৎ পরিণতিটা খারাপ হবে বলে মনে হচ্ছে। নতুনদের সঠিক গাইডলাইন দিন। তাদের স্বপ্নটা নষ্ট করবেন না। পাশাপাশি মার্কেটপ্লেসটা ও নষ্ট করবেন না।৭ দিনে ফ্রিল্যান্সিং শিখুন,১০ দিন পর থেকে প্রতিদিন $50 ইনকাম করুন, এইসব এড গুলো দেখে সত্যি অনেকে খারাপলাগে। কারণ নতুনরা ঐদিকে ছুটছে আর হতাশ হচ্ছে।কি চিন্তা নিয়ে শুরু করতে হবে, এবং কিভাবে শুরু করতে হবে তার একটা সঠিক গাইড লাইন দেয়ার চেষ্টা করলাম।

Total Pageviews