লোভনীয় এসএমএস দেয়ায় জিপির ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এসএমএস’র মাধ্যমে লোভনীয় প্রস্তাবগ্রাহকের কাছে পাঠিয়ে প্রতারণাকরায় গ্রামীণফোনের ২২ কর্মকর্তারবিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতেমামলা হয়েছে।বুধবার চট্টগ্রাম বারের আইনজীবী এসএইচ এম হাবিবুর রহমান আজাদ বাদীহয়ে আদালতে মামলাটি করেন।মামলার প্রধান আসামি হলেনগ্রামীণফোনের প্রধান নির্বাহীকর্মকর্তা (সিইও) রাজীব শেঠি। অন্যআসামিরা হলেন শরীফ আহমেদ,আহমেদ মঞ্জুর উদ দৌলা, কাজী মো.শাহেদ, মাইনুর রহমান ভুঁইয়া, মঈনুলকাদের, মঞ্জুর উদ দৌহা, সৈয়দতালাত কামালসহ ২২ জন। সবারবিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগনিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।বাদীর আইনজীবী শেখ ইফতেখারসাইমুম চৌধুরী জানান, আদালতমামলাটি রেকর্ড করার জন্য নগরীরইপিজেড থানা পুলিশকে নির্দেশদিয়েছেন।

Total Pageviews