বিয়ের আগে একে-অপরকে অবশ্যই প্রশ্নগুলো করুন

বিয়ে দুজন মানুষের পুরো জীবন একসঙ্গে কাটানোর বন্ধন। দিনের পর দির, মাসের পর মাস, কখনো বছর পাড় হয়, পুরো জীবন এক সঙ্গে কাটানোর মানুষটিকে ভেবে। সে সঙ্গে ভাবনায় থাকে বিয়েতে কী রকম আয়োজন হবে। এরপর বিয়ে বড় আয়োজন ও খরচের ব্যাপার।এত আয়োজনের পরও কিছু বিয়ে বেশিদিন টিকে না। তাহলে এত আয়োজন ও ভাবনার লাভ কী? আগে থেকে কী কোন উপায় বের করাযায় না? পারিবারিক বিয়ের ক্ষেত্রে দেখা যায়, ছেলে পক্ষ মেয়ের বাড়িতে দেখতে যায় তার পরিবারের সঙ্গে মিলবেকিনা। ছেলের পরিবারের সঙ্গে খাপ খাওয়াতে তারা কী চায় মেয়ের পরিবার অনেক সময় তার হিসেব করেন না। আর এখানেই প্রথম ভুলের শুরু। আপনি মেয়েহন বা ছেলে; বিয়ের আগে অবশ্যই একে-অপরকে কিছু প্রশ্ন করুন। এতে আপনার দাস্পত্য জীবন সুখে কাটবে।১. প্রথমেই তাকে জিজ্ঞেস করুন, বিয়ে সে নিজের ইচ্ছেতে করছে নাকি পরিবারের চাপে। কেউ কেউ অনিচ্ছে সত্ত্বেও পরিবারের খুশির জন্য নিজের খুশিকে বিসর্জন দেন। এতে নিজের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে ফেলেন তিনি। তাই এ ভুল করবেন না।২. বিয়ের পর কে কার খরচ চালাবে ও কীভাবে, সে তার খরচ কীভাবে সামলায় সে সম্পর্কেও ধারণা নিন। এতে বিয়ের পর নিত্যদিন টাকা নিয়ে কলহের সম্ভাবনা থাকবে না।৩. দুজনের ধর্মে ভিন্নতা থাকলে অবশ্যই আগে থেকে আলোচনা করে নিন।৪. দুজনের অভ্যাসের মিল ও অমিল নিয়ে আগেই আলোচনা করুন। এতে আপনি ধারণা পাবেন বিয়ের পর আপনার জীবন কতটা পরিবর্তন হবে।৫. নিজের ইচ্ছে সম্পর্কে আগেই তাকে জানান। তাহলে নিজের স্বপ্নকে কখনোহত্যা করতে হবে না।

Total Pageviews