মৃত ব্যক্তি আমাদের জন্য কি কিছু করতে পারে?

প্রশ্ন : মৃত লোক, সে আলেম হোক বা যে-ই
হোক, সে কি কিছু করতে পারে আমাদের জন্য?
উত্তর : না। মৃত্যুর পরে কোনো ব্যক্তি,
তিনি যে-ই হোন না কেন, এমনকি নবী অথবা
রাসূল (সা.) হোন না কেন, তিনি মৃত্যুর পরে
কোনো কাজ করার ক্ষমতা রাখেন না।
আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট
করেই এই বিধানটি রাসূলের (সা.) মাধ্যমে
আমাদের জানিয়ে দিয়েছেন। ‘যখন কোনো
ব্যক্তি মারা যায়, তখন তাঁর আমল, তাঁর কাজ,
কর্মক্ষমতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।’
শুধু যে কয়েকটা নেক আমলের কথা রাসূল (সা.)
উল্লেখ করেছেন, সেগুলোর ফজিলতটুকু তাঁর
আমলনামায় যেতে থাকে। সেগুলো হলো—
সদকায় জারিয়া, নেক সন্তান, যে সন্তান তাঁর
জন্য দোয়া করে এবং এমন জ্ঞান, যে জ্ঞান
সে মানুষকের শিক্ষা দিয়েছে, যার মাধ্যমে মানুষ
উপকৃত হচ্ছে।
এই তিনটি বিষয় ছাড়া বাকি সবটারই মূলত তার
কোনো ক্ষমতা থাকে না যে, সে এই কাজগুলো
করতে পারে বা নিজে কোনো কিছু করার
ক্ষমতা রাখে।

Total Pageviews