বিয়েরআগে কোনমেয়ে সেক্সকরলে তারকুমারীত্বনষ্ট হয় কিন্তু
বিয়ের আগে কোন মেয়ে সেক্স করলে তার কুমারীত্ব নষ্ট হয় কিন্তু বিয়ের আগে কোন ছেলে সেক্সকরলে তার কুমারত্ব নষ্ট হয় না কেন?? সবাই নারীর সত্বীত্ব নিয়ে কথা বলে, পুরুষের সত্বীত্ব নিয়ে কেউ কথা বলে না কেন একটা পতিতা নারী ভাড়ায়যায়, কিন্তু ভাড়ায় নেয় কারা? ভাড়ায় যাওয়ার জন্য যদি সমাজের কাছে ওই নারী ঘৃর্নিত হয় তাহলে ভাড়ায় নেয়ার জন্য এই সকল পুরুষগুলো সমাজের কাছে ঘৃণিত হবে না কেন?? একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে প্রেম করলে সবাই তাকে দুঃষ্চরিত্রা নারী উপাধী দেয়, কিন্তু একটা ছেলে কয়েকটা মেয়ের সাথে প্রেম করে কেউ তাকে চরিত্রহীন উপাধি দেয় না কেন?? উল্টো সেই ছেলের বন্ধুমহল তাকে নিয়ে গর্ব করে কেন আমার কথাগুলো কোন মেয়ের সহানুভূতি পাওয়ার জন্য কিবাং মেয়ের কাছে হিরো সাজার জন্য না। আমার প্রশ্নগুলো এইসব আয়ুট্যারা লোকদের জন্য যারা সমাজের এক অংশের দোষটা খুব ভাল দেখে, কিন্তু অপর অংশের দোষটা চোখেই পড়ে না। এমনকি দেখিয়ে দিলেও দেখতে চায় না।