বিয়ের পর স্ত্রীর মাথায় হাতরেখে স্বামীকে যে দোয়া পড়তে হয়

বিয়ের পর স্বামীর জন্যকরণীয় হলো- বাসরের সময় বা তারআগেস্বামী তার উভয় হাত স্ত্রীর মাথারসামনেরদিকে (কপালে) রাখবেঅতঃপর আল্লাহতাআলার শুকরিয়া জ্ঞাপন করেউভয়ের জন্যবরকতের দোয়া করবে।রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামহাদিসে তা বর্ণনাকরেছেন।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেন,‘তোমাদের কেউ যখন কোনোমহিলাকে বিয়ে করবে, সে যেনতারকপালধরে এবং আল্লাহ তাআলার নামপড়েএবংবরকতের দোয়া করে।আর সে যেনবলে-উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নিআসআলুকামিন খাইরিহাওয়া খাইরিমা ঝাবালতাহাআ’লাইহি; ওয়া আউজুবিকা মিনসাররিহা ওয়া সাররিমাঝাবালতাহা আলাইহিঅর্থ : হে আল্লাহ! আমি আপনারকাছেতারকল্যাণ ও যে কল্যাণের ওপর তাকেসৃষ্টিকরেছেন, তা প্রার্থনা করছি। আরতারঅমঙ্গল ও যে অমঙ্গলের ওপর তাকেসৃষ্টিকরেছেন -তা থেকে আপনারকাছেআশ্রয় প্রার্থনা করছি।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবনববিবাহিতস্বামীদের তাদের স্ত্রীদেরমাথায়হাতরেখে এ দোয়ার মাধ্যমে দাম্পত্যজীবনের সুখ-শান্তি ও মঙ্গলকামনায়দোয়াকরে হাদিসের ওপর আমল করারতাওফিক দানকরুন। আমিন

Total Pageviews