Home »
Islamic Story amp; Hadis
» অজু করার অবস্থায় কথা বলা কি জায়েজ ?
অজু করার অবস্থায় কথা বলা কি জায়েজ ?
প্রশ্ন :আমরা যখন অজু করি, অনেকসময় দেখা যায়, অজু করার সময় অন্যান্য কথা বলায় অংশগ্রহণ করি। কেউ কোনো কথা জিজ্ঞেস করলে, সেটার উত্তর দিই। এটা জায়েজ আছে কি?উত্তর :হ্যাঁ, অজু করা অবস্থায় যদি কেউ প্রশ্ন করে অথবা কথা বলে, সেটা বলাও জায়েজ, আবার প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়াও জায়েজ রয়েছে। এতে অজুর কোনো ক্ষতি হয় না। অজু করা অবস্থায় কথা বলা জায়েজ।