[যৌন টিপস] কোন সময়ে শারীরিক মিলনকরলে গর্ভধারণেরসম্ভাবনা থাকে না?

আমি নববিবাহিত একজন।আমি জানি না যে ঠিক কোনসময়ে শারীরিক মিলনকরলে গর্ভধারণেরসম্ভাবনা থাকে না। জানাবেনপ্লিজ?1 answer:গর্ভধারণেরবিষয়টি আসলে একটি হিসেবেরসাথে জড়িত। বৈজ্ঞানিক ব্যাখ্যায়বলা যায় পিরিয়ড বা মাসিকের দিনথেকে ৭ দিন পর্যন্ত গর্ভধারণেরসম্ভাবনা থাকে না। আবার অষ্টম দিনথেকে ১৭ দিন পর্যন্ত গর্ভধারণেরমোক্ষম সময়। ১৮ তম দিনথেকেপিরিয়ড হওয়া পর্যন্ত নিরাপদসময়। অর্থাৎ পিরিয়ডের ৭ দিন আগে ওপরের সময় নিরাপদ। এ সময়ে গর্ভধারণ হয়না।মাঝামাঝি দিনগুলোতে গর্ভধারণেরসম্ভাবনা অনেক বেশি থাকে।

Total Pageviews