আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালার লাইগা রে
আরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মন রে, ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চাঁদরে জনম বাঁকা চাঁদ।
হায়রে, তার চাইতে অধিক বাঁকা
আমি যারে দিসি প্রাণরে, দুরন্ত পরবাসে।।
(ওরে) মন রে, আরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি
আরে, সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে, দুরন্ত পরবাসে।।
(ওরে) মন রে, ওরে হাড় হইল জড় জড়
অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া
পিড়িতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে।।
Home »
Bangla Song Lyrics
» আমার হাড় কালা করলাম রে শিল্পীঃ রথীন্দ্র নাথ রায়