Home »
Grameenphone Free Internet Offer
» এবার GP Sim এ Balance Transfer করুন খুব সহজে Code সহ।
এবার GP Sim এ Balance Transfer করুন খুব সহজে Code সহ।
আজ আমি আপনাদের শিখাব কিভাবে GP তে Balance Transfer করতে হয়।এর আগে এটা নিয়ে পোস্ট করা হয়েসিল। কিন্তু সেখানে Code Number বের করারনিয়ম বলে নাই। তাই আমি আবার পোস্ট করলাম Code Number বের করার নিয়ম সহ।ত য়াই হোক কাজের কথায় আসি:: জিপিতে ব্যালেন্স ট্রান্সফার এইসার্ভিসটি ব্যবহারকরতে হলে আপনাকে প্রথমে Grameenphone এরBalance Transfer Serviceএ রেজিস্ট্রেশন করতে হবে।১. কিভাবে রেজিষ্ট্রেশনকরবেন প্রথমে আপনার মোবাইল এরমেসেজ অপশনে গিয়ে REG টাইপকরে তা 1000 পাঠিয়ে দিন। একটু ধৈর্য্যধরুন। এবার আপনি একটি Balance TransferএরPIN Code (পাসওয়ার্ড) কনফারমেশনমেসেজ পাবেন।২. কিভাবে BalanceTransfer করবেন আপনার মোবাইলেরMassage Option এ গিয়ে Type করুন BTRPINCode Mobile No Amount তারপর Send করুন 1000নাম্বারে। BTR PIN Mobile No Amountতারপর Send করুন 1000 নাম্বারে।উদাহারনঃBTR 123 0170000000020তারপরSend করুন 1000 নাম্বারে।বি: দ্র: খেয়ালরাখবেন আপনার এই পিনকোডটি যেন অন্য কেউ না জানে।জানলে সে আপনার অজান্তে আপনারএকউন্টহতে টাকা সরিয়ে নিতে পারবে।তাই সকলের প্রয়োজন কিছুদিন পরপরএটি পরিবর্তন করা। নিচে পিন কোডপরিবর্তনের নিয়ম দেয়া হল।Process of PIN Code ChangeType CPIN (space) OLDPIN (space) NEWPIN (space) NEWPIN. Send 1000কাজ শেষ।