Home »
যৌন বিষয়ক টিপস
» [News]যৌনকর্মী ক্যাটরিনার সঙ্গে অতিরিক্ত সহবাসে বৃদ্ধের মৃত্যু
[News]যৌনকর্মী ক্যাটরিনার সঙ্গে অতিরিক্ত সহবাসে বৃদ্ধের মৃত্যু
যৌনকর্মীর.সঙ্গে ‘অতিরিক্ত’যৌন মিলনেরপরহার্ট অ্যাটাককরে মৃত্যু হল ৬৫বছরের একবৃদ্ধের।ঘটনাটি ঘটেছে চেকপ্রজাতন্ত্রেরডোম্যাজলিসে।পুলিশসূত্রে খবর,স্থানীয়একটি জঙ্গলে ২৯বছর বয়সেরক্যাটরিনা নামেরওই যৌনকর্মীকে গাড়িতে চাপিয়ে নিয়ে যানবৃদ্ধউল্ফগ্যাং এগারস।গাড়িরমধ্যে মিলিন.হনতারা।পরে বাড়ি ফিরে আসারপথে মৃত্যু হয় ওইবৃদ্ধের।গড়িরমধ্যে ভায়াগ্রারমতো যৌনবর্ধকওষুধওমিলেছে বলে পুলিশসূত্রে খবর।পুলিশের একমুখপাত্রবলেন,“দুর্ঘটনার পরআমরা এক মহিলারফোনপাই,যে আমাদেরদুর্ঘটনারবিষয়টি জানায়।সেখানে গিয়ে আমরা দেখি গাড়িরসামনের অংশক্ষতিগ্রস্থ হলেওভেতেরদিকটা সম্পূর্নঠিক রয়েছে।আমরা সেখানে কিছুভায়াগ্রা এবং মহিলাদেরলিপস্টিক পাই।লাশটিরময়নাতদন্তের পরআমরা জানতেপারি,অতিরিক্তউত্তেজনা ওমিলনের কারণে ওইবৃদ্ধের মৃত্যু হয়।”পুলিশি তদন্তেরপর জানা যায়,এগারস ওই এলাকায়নিয়মিতঘুরে বেড়াতেন।এলাকাটিতে যৌনকর্মীদেররমরমা। স্থানীয়একসংবাদমাধ্যমকে ক্যাটরিনা বলেছেন,“এগারসএখানে নিয়মিত.ঘুরতে আসতেনএবং প্রতি সপ্তাহেইঅন্তত একবারআমারকাছে আসতেন।”ওই বৃদ্ধের মৃত্যুরঘটনারপিছনে ক্যাটরিনারকোন যোগসূত্রবিষয়ে স্বার্থসিদ্ধিবা রয়েছে কিনা সে তদন্তকরছে পুলিশ।