Home »
Islamic Story amp; Hadis
» প্রশ্নঃ অনেকেই“বিসমিল্লাহির রাহমানির রাহিম” না লিখে‘৭৮৬’লিখে থাকে।এটা কি
ঠিক?উত্তরঃ Zakir Naik
প্রশ্নঃ অনেকেই“বিসমিল্লাহির রাহমানির রাহিম” না লিখে‘৭৮৬’লিখে থাকে।এটা কি ঠিক?উত্তরঃ Zakir Naik
প্রশ্নঃ অনেকেই “বিসমিল্লাহিররাহমানির রাহিম”না লিখে‘৭৮৬’ লিখে থাকে।এটা কি ঠিক ?উত্তরঃDr. Zakir Naik: কিছু লোকআছে যারা আরবী বর্ণমালাগুলোরনির্দিষ্ট মান দিয়ে যোগফল বেরকরে। তারপর ঐ মানদিয়ে তারা কোনো আয়াতবা দোয়া বা কোনো নাম নির্দেশকরারচেষ্টা করে।উদাহরণ দিয়েবলা যায়“বিসমিল্লাহির রাহমানিররাহিম”-এর‘বা’,‘আলিফ’,‘সিন’এ বর্ণমালাগুলোর মান বসিয়ে তারবের করেছেন ৭৮৬ আবার৯২ দিয়ে বুঝান মুহাম্মাদ (সা)এভাবে আরো অনেক কিছু।কিন্তু এমন ব্যবহার কোরআনবা সহীহ হাদীসের কোথাওপাওয়া যায় না। কিছু লোক তর্ককরে যে, আমরা যখনআরবি বর্ণমালা না পাই, তখনদাওয়াতপত্র ভিজিটিং কার্ডইত্যাদি ছাপাতে সংখ্যাগুলো লিখি।কিন্তু আমার কথা হলো,আপনি আরবী শব্দটি ইংরেজিতে বানাকরে লিখেন। আর যদি মনে করেনসবাই বুঝবে না তাহলে অনুবাদলিখতে পারেন।যেমন “পরম করুনাময় দাতা ও দয়ালুআল্লাহর নামে”। এত সহজউপায় থাকতে এমন কঠিন ওবিদঘুটে পদ্ধতির প্রয়োজন কি?আসলে বিভিন্নসংখ্যা নিয়ে বিভিন্নধারনা আমাদেরসমাজে দেখা যায়। যেমনপশ্চিমা সমাজে ১৩সংখ্যাটিকে অপয়া ভাবা হয়।তারা বলে ‘আনলাকি থার্টিন’।আবার তারা ৬৬৬ দ্বারা বুঝায়শয়তান।আমাদের ভারতীয়উপমহাদেশে চোর,বাটপার, ফটকাবাজদের৪২০ বলা হয়। এর অবশ্য কারণ আছে,ভারতীয় উপমহাদেশেরসবদেশেই যদি কোন চোর বাটপারধরা হয় তাহলে তাকে যে ধারায়শাস্তি দেয়া হয় সেটি পেনালকোডের ৪২০ নং ধারায়বর্ণীত। তাইযদিও কারণ আছে তবুওঅনেকে না বুঝেই বলে।যারা বলেন যে বিভিন্ন বর্ণেরঅবস্থানগত মান যোগ করে ঐশব্দেরপ্রতিনিধিত্বকারী সংখ্যা বের করেছেন, তাদেরআমি সমর্থন করি না।কারন, একই মান দিতে পারে এমনসংখ্যা দুটি শব্দেরপ্রতিনিধিত্ব করতে পারে। যারএকটি ভালো অন্যটি খারাপ।সে ক্ষেত্রে আপনি কোনটি গ্রহনকরেবেন?উদাহরণ দেই,যদি বলি ইংরেজি বর্ণ B এর মান ১এবং A এরমান ৭ আরধরুন D এর মান ৪। এখনযোগ করলে আমরা পাই১২। অর্থাৎ BAD (খারাপ)এরসংখ্যাগতমান পেলাম ১২।এখন G এর মান ২, O এর মান ৩, Dএর মান ৪ ধরলে GOODএর মান কত?দেখুন ২ ৩ ৩ ৪=১২। অর্থাৎ(GOOD)ভালো এর সংখ্যাগতমান পেলাম ১২ ।এখন আমি ১২ কে ভালো বা মন্দকোনটা নির্দেশক বলব?যদি প্রথমটি মেনে বলি ১২একটি মন্দনির্দেশক তখনপরে আবার দেখলামসংখ