Amar Vitore Bahire Ontore Ontore Tumi Sudu.

আমার ভিতরে বাহিরে অন্তরেঅন্তরে“রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ”আমার ভিতর বাহিরে অন্তরেঅন্তরে,আছো তুমি হৃদয় জুড়ে।ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়িরআবডালে ফসলের ঘুম।তেমনি তোমার নিবিঢ় চলা,মরমের মূল পথ ধরে।পুষে রাখে যেমন ঝিনুক,খোলসের আবরণে মুক্তোর সুখ।তেমনি তোমার গভীর ছোঁয়া,ভিতরের নীল বন্দরে।ভাল আছি ভাল থেকো,আকাশের ঠিকানায় চিঠি লিখো।দিয়ো তোমার মালাখানি,বাউলের এই মনটারে।আমার ভিতর বাহিরে অন্তরেঅন্তরে,আছো তুমি হৃদয় জুড়ে.

Total Pageviews