Home »
খাদ্য ও স্বাস্থ্য
» নজরকাড়া সৌন্দর্য পেতে বরফের৫টি চমৎকার ব্যবহার
নজরকাড়া সৌন্দর্য পেতে বরফের৫টি চমৎকার ব্যবহার
আমরা নিজেরাই জানি না ঘরেরকিছু সাধারণ জিনিষ আমাদেরত্বকেরকতোটা উপকারে আসতে পারে। বরফএমনই একটি উপাদান যা আমাদেরত্বকের যত্নে অনেকবেশি কার্যকরী। আসুন দেখে নেইআমাদের রূপচর্চায় বরফের কিছুব্যবহার।ব্রণের সমস্যা সমাধানে বরফযারা ব্রণের সমস্যায় ভুগে থাকেনতারা খুব সহজে ব্রণের প্রকোপকমাতে পারেন বরফ ব্যবহার করে।একটি পরিষ্কার প্ল্যাস্টিকেরব্যাগে ২/৩ টি বরফেরটুকরো পেঁচিয়ে নিয়ে ব্যাগটি ব্রণেরওপর ধরে রাখুন ১০ মিনিট।এতে ব্রণের লালচে ভাব দূরহবে এবং ব্রণের আকারও ছোটহয়ে আসবে। প্রতিদিনেরব্যবহারে ব্রণের প্রকোপথেকে বাঁচবেন।চোখের ফোলা ভাব কমাতে বরফঘুম কমহলে কিংবা বেশি হলে আমাদেরঅনেকেরই চোখের নিচ ফুলে যায়।এতে দেখতে বেশ বিশ্রী দেখায়।এই সমস্যা দূর করবে বরফ। একটুকরো বরফপরিষ্কারপাতলা কাপড়ে পেঁচিয়ে ইয়ে চোখেরনিচে ফোলা জায়গায় ধরে থাকুন।এতে ফোলা ভাব কমবে।এবং আপনার রাতের ক্লান্তিও দূরকরবে। যদি খুব বেশি ফোলা ভাবহয় তবে চিনি ছাড়া গ্রিনটি তৈরি করে তা বরফকরে নিয়ে চোখেরনিচে ধরে রাখুন। ভালো ফলপাবেন।ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বরফশসা এবং স্ট্রবেরি ত্বকের উজ্জলতারজন্য অনেক বেশি কার্যকরী। ত্বকেরউজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করতে এইদুটি উপাদানের তৈরি বরফ বেশকাজে দেবে।শসা অথবা স্ট্রবেরি যে কোনএকটি ব্লেন্ডারে খুবভালো করে ব্লেন্ড করে নিন। এরপরএটিকে ডীপ ফ্রিজে রেখে বরফকরে নিন। এই বরফ মুখে ঘষুনসপ্তাহে ১ দিন।বরফটি অনেকটা স্ক্রাবারের মতকাজ করবে। এতে ত্বকেরউজ্জ্বলতা বৃদ্ধি পাবে।রোদে পোড়া দাগ দূর করতেকাজের জন্য বাইরে তো বেরুতেইহয়। অনেক সময়ই ভালো সানস্ক্রিনব্যবহার না করারফলে ত্বকে পরে সূর্য রশ্মিরপোড়া দাগ। এইরোদে পোড়া দাগ দূর করার জন্যওবরফ বেশ ভালো একটি উপাদান।২/৩ টুকরো বরফ পরিষ্কারপাতলা কাপড়ে পেঁচিয়ে পোড়া স্থানেরওপর ঘষে নিন। এতে পোড়া দাগ দ্রুতমিলিয়ে যাবে।মেকআপের জন্য ত্বকতৈরি করে নিতে বরফমেকআপ করার সময় অনেকেইএকটি সমস্যার সম্মুখীন হন,তা হলো মুখে মেকআপ বসা নিয়ে।অনেকেই দেখেন মেকআপ মুখে ঠিকমতবসে না। ভাসা ভাসা থাকে।এতে মেকআপের কারণে মুখ আরওবিশ্রী হয়ে যায়। এই সমস্যারসমাধান করবে বরফ। মেকআপ শুরু করারআগে ২ টুকরো বরফ মুখে ঘষে নিন।এরপর মেকআপ করলে মেকআপত্বকে বসবে ভালো।