Home »
যৌন বিষয়ক টিপস
» যে কারণে ঘুমের মধ্যে পুরুষাঙ্গ উত্তেজিত হয়ে পড়ে
যে কারণে ঘুমের মধ্যে পুরুষাঙ্গ উত্তেজিত হয়ে পড়ে
ঘুম থেকে জাগলে নিজের অজান্তে উত্তেজিত হয়ে যাওয়া পুরুষাঙ্গ নিয়ে অস্বস্তিতে পড়তে হয় অধিকাংশ পুরুষের।বিষয়টি দৃষ্টি কটূ হলেও এর আসল কারণ ব্যাখ্যা করলেন বিজ্ঞানীরা।বালক থেকে বৃদ্ধ, সব বয়সের পুরুষদের মধ্যেই ঘুমের মধ্যে লিঙ্গের দৃঢ়তা নিয়মিত ঘটনা। আর বিষয়টিকে আরো চরম অস্বস্তিকর তোলে যখন সংশ্লিষ্ট ব্যক্তির পাশে-পাশে যদি কেউ থাকে। অধিকাংশ নারীর ভুল ধারণা পোষণ করে করে যে, সাত সকালেই পুরুষের ইচ্ছা জাগে অথবা ঘুমের মধ্যে যৌন উত্তেজক স্বপন দেখলে এরকমটি ঘটে। কিন্তু ব্যাপারটি সত্যিকার্থে তেমন নয়।চিকিৎসা শাস্ত্রে শারীরিক এই পরিবর্তনের নাম nocturnal penile tumescence (NPT) । এই শারীরিক পরিবর্তনের পিছনে একাধিক কারণ রয়েছে বলে জানা যায়।কোন কোন ডাক্তারের মতে, মুত্রাশয়েবেশি পরিমাণপ্রস্রাবজমলে তা চাপ তৈরি করে বলেই পুরুষাঙ্গ শক্ত হয়ে ওঠে। অর্থাৎ প্রস্রাব করার পরেইলিঙ্গ শিথিলহয়ে স্বাভাবিক আকার ধারণ করবে। আর এরকমটিই হয়। তবে ৬০ থেকে ৭০-এর কোঠায় বয়স বাড়লে পুরুষের এই প্রবণতা দূর হয়ে যায়।চিকিৎসকদের মতে ঘুমন্ত পুরুষের সারা রাতে অন্তত ৫ থেকে ৬ বারলিঙ্গ শক্তহয়ে ওঠে। তার মানে এই নয় যে পুরুষ তখন উত্তেজনা বোধ করছে।চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত সংবেদনশীল হওয়ার কারণে কোনও নরম জিনিসের স্পর্শ পেলেইলিঙ্গ শক্তহয়ে ওঠে।