সাধারন জ্ঞানের আসর ১৯তম পর্ব

১. খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান?উ. আইসিডিডিআরবি২. বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?উ. এশিয়াটিক সোসাইটি।৩. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?উ. রাষ্ট্রপতি।৪. ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়?উ. ১৯৪৮ সালে।৫. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে?উ. ১৯৯০ সালে।৬. মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?উ. সৌদি আরব।৭. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?উ. ১৯৭৮ সালে।৮. হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন?উ. নিউইয়র্ক।৯. ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে?উ. ২৯টি।১০. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় নাউ. হেপারিন।১১. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি?উ. ১ জোড়া।১২. আকাশ নীল দেখায় কেন?উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।১৩. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?উ. প্রিজম১৪. পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানোযায় না, কারণ কী?উ. কেরোসিন পানির চেয়ে হালকা বলে।১৫. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী?উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।[ইন্টারনেট হতে সংগ্রহিত]2 hours ago (April 17, 2

Total Pageviews