বিয়ের পর থেকেই সমস্যায় আছি

পাঠকের প্রশ্ন: আপু, সালাম নিবেন।আমিও একটি পারিবারিক সমস্যায় আছি। আমার স্ত্রীর সাথে বিয়ের পর থেকেই সমস্যায়আছি। বিয়ের বয়স ৩ বছর ৫ মাস। একটি ২১ মাসের ছেলে সন্তান আছে। বিয়ের পর ৬ মাসের সময় স্ত্রী আমাদের বাড়ি থেকে চলেযায়। ১৮ মাস পর আমাদের বাড়িতে আসে বিভিন্ন কথা নিয়ে। বিভিন্ন অজুহাত নিয়ে সংসারে অশান্তি করে। আমাকে বিন্দুমাত্র বুঝতে চায়না।আবারো সে চলে গেছে। অনেক অনেক সমস্যা করে আমার সাথে। আমি সরকারি চাকরি করি। আমি স্ত্রীকে ছাড়তে চাই। কীভাবে করব, আমি সেজন্য সাহায্যপ্রার্থী।প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভদ্রলোক।চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সঙ্গে লিখে দিতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক।স্বাস্থ্য হোক বা সৌন্দর্য, খেলা হোক বা সিনেমা, দাম্পত্য বা প্রেম, অফিসের সমস্যা কিংবা আইনি, বিজ্ঞান হোক বা রাজনীতি, স্কুল-কলেজ হোক বা সামাজিক ও পারিবারিক কোনো সমস্যা। যে কোনো সমস্যালিখে জানান আমাদের। আপনার হয়ে সমস্যার সমাধান খুঁজে বের করবো আমরা।আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর।আপনার জন্যই অপেক্ষায় আছি আমরা।

Total Pageviews