Home »
online Earning Tips
» কিভাবে বুঝবেন যে, আপনার Google Adsense আবেদন গ্রহণ হয়েছে কি না!! ( নতুন
ইউটিউবারদের জন্য)
কিভাবে বুঝবেন যে, আপনার Google Adsense আবেদন গ্রহণ হয়েছে কি না!! ( নতুন ইউটিউবারদের জন্য)
আসসালামু ওয়ালাইকুম।কেমন আছেন প্রিয়ো বন্ধুরা?আশা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায়,আমিও ভালোই আছি।আপনারা অনেকেই আছেন যারা আমার পূর্বের পোষ্ট সমুহ দেখে ইউটিউব চ্যানেল খুলেছেন এবং Google Adsense-এর জন্য অ্যাপ্লাই করেছেন। তো অনেকেই আছেন যারা Adsense এর জন্য আবেদন করেছেন কিন্তু বুঝতে পারছেন না আপনার অ্যাডসেন্ড গ্রহণ হয়েছে কিনা!!কিভাবে বুঝবেন যে, আপনার অ্যাডসেন্ড গ্রহণ হয়েছে !!! আগে ই বলে নেয় যে, Google Adsense- এর জন্য আবেদন করার ১-২ দিন পর আপনার আবেদন গ্রহণ করবে। বা তার চেয়ে আরো কম সময় লাগতে পারে।এর জন্য প্রথমে আপনার চ্যানেলের Dashboard- থেকে চ্যানেলে ক্লিক করবেন।তার পর Monetizetion এ ক্লিক করবেন।ক্লিক করার পর যদি নিচের পিকচারের মত আপনার পেজটি হয় তাহলে আপনার অ্যাডসেন্ড Approved.আর যদি Approved না হয় তাহলে নিচের পিকচারের মত আপনার পেজ টি হবে।উপরের পিকচারের মত আপনার পেজটি হলে আপনাকে ১-২ দিন অপেক্ষা করতে হবে। Google আপনার চ্যানেলে দেখে আপানার অ্যাডসেন্ড Approve করে দিবে।Approved হলে আপনার কাছে গুগল থেকে এরকম একটি মেইল আসবে।সতর্কতাআপনার চ্যানেলের ভিডিওর টাইটেল, ডিসক্রিপশনে এবং ট্যাগে বাংলা থাকা যাবেনা।কারন Adsense বাংলা সাপোর্ট করেনা, তবে অ্যাডসেন্ড গ্রহণ হয়ে গেলে বাংলা দিলে প্রবলেম নাই।আজ এই পর্যন্ত । Bye…..