মিসিং টুথ Mising Tuth

দাঁত আমাদের মুখমন্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত স্থায়ীদাঁতের সংখ্যা ৩২ টি। তবে ক্ষেত্র বিশেষে দাঁতের সংখ্যা বেশি কিংবা কম হতে পারে। যখন কোনো (এক/একাধিক) দাঁত,তার নির্দিষ্ট স্থানে অনুপস্থিত থাকে, তখন সেটাকে ‘মিসিং টুথ’ বলে।মিসিং টুথ এর কারণ:১. জন্মগতভাবে অনেকসময় স্থায়ী দাঁতের টুথ জার্ম অনুপস্থিত থাকলে কিছু দাঁত অনুপস্থিত/মিসিং থাকতে পারে।২. দন্ত ক্ষয় হওয়ার পর যদি কোনোকারণে সেই দাঁত তুলে ফেলতে হয়।৩. বয়স বাড়ার সাথে কিংবা মাড়ির রোগের জন্য দাঁত নড়ে পড়ে গেলে।৪. দূর্ঘটনায় দাঁত পড়ে গেলে ইত্যাদিমিসিং টুথের প্রতিস্থাপন:– একটি দাঁত মিসিং থাকলে ইম্পল্যান্ট(Implant) /কৃত্রিম দাঁত প্রতিস্থাপন কিংবা আশেপাশের দাঁতেরসাহায্যে ব্রিজ করা যায়।– একের অধিক দাঁত অনুপস্থিত/মিসিং থাকলে ব্রিজ/ইম্পলান্ট করে স্থায়ী সমাধান পাওয়া সম্ভব, তবে এই চিকিৎসাকিছুটা ব্য্যবহুল।– একাধিক মিসিং দাঁতেরর ক্ষেত্রে স্বল্প খরচে অস্থায়ী/রিমুভেবল ডেনচার এর মাধ্যমে কিছুটা সমাধান পাওয়া যায়।মিসিং টুথের প্রতিস্থাপন কেনো জরুরী?সঠিক সময়ে মিসিং টুথের প্রতিস্থাপন জরুরী।আর তানাহলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন-১. সৌন্দর্য হানি২. অন্যান্য দাঁতগুলোর মধ্যে ফাকা(spacing)হয়ে যাওয়া৩. দাঁত ভেঙ্গে দাঁতের গোড়া/রুট ভিতরে থেকে গেলে পরবর্তীতে সেখান থেকে ইনফেকশন,সিস্ট ইত্যাদি হতে পারে।৪. একাধিক মিসিং টুথের ক্ষেত্রে কথা বলা কিংবা খাওয়া/চর্বনে ব্যাঘাত ঘটা৫. জন্মগতভাবে মিসিং টুথের ক্ষেত্রে,রোগীর মুখের চোয়ালের যথাযথ বৃদ্ধি হয়না।এতে বয়সের তুলনায় মুখমন্ডলের বৃদ্ধি বেমানান থাকে,সেইসাথে খাওয়া দাওয়া,কথা বলা,সামাজিক যোগাযোগ রক্ষা প্রভৃতিতে ব্যাঘাত সৃষ্টি হয়।

Total Pageviews