Home »
যৌন বিষয়ক টিপস
» অকাল বীর্যপাতের কারণ কি দেখেননি কাজে আসবে
অকাল বীর্যপাতের কারণ কি দেখেননি কাজে আসবে
অকাল বীর্যপাত বা দ্রুতস্খলনহলো যৌনসঙ্গমকালে পুরুষের দ্রুতশীঘ্রপতন যাকে ইংরেজিতে বলাহয় প্রিম্যাচিওরইজ্যাকিউলেইশন। এটি একটিসাধারণ যৌনগত সমস্যা । কিছুবিশেষজ্ঞের মতে প্রতি তিনজনপুরুষের মধ্যে একজনকে এ সমস্যায়আক্রান্ত হতে দেখা যায়[তথ্যসূত্রপ্রয়োজন]। স্ত্রী যোনীতেপুরুষাঙ্গ প্রবেশের পর অঙ্গ চালনারপরিণতি হিসেবে বীর্যপাত হয়েথাকে। যোনীতে লিঙ্গ প্রবেশেরসময় থেকে বীর্যপাত অবধি সময়কেবলা হয় বীর্যধারণ কাল। কতক্ষণঅঙ্গচালনার পর বীর্যপাত হবেতার কোন সুনির্দ্দিষ্ট বাআদর্শস্থানীয় সময় নেই। পুরুষেপুরুষে, বয়সের তারতম্যে বাপরিবেশভেদে বীর্যধারণ ক্ষমতাবিভিন্ন হতে দেখা যায়। তবেনিয়মিত যদি যোনীতে লিঙ্গপ্রবেশের পূর্বে বা অব্যবহিতপরেই অপ্রতিরোধ্যভাবেবীর্যপাত হয়ে যায় তবে তাদ্রুতস্খলন সমস্যা হিসেবেবিবেচিত হবে। এটি একটিযৌনসমস্যা কেননা এর ফলে পুরুষপ্রযোজনীয় সময় ধরে অঙ্গচালনারসুখ থেকে বঞ্চিত হয়। অপর দিকেঅকাল শীঘ্রপতননের দরূণ পুরুষাঙ্গনেতিয়ে পড়ে বলে অঙ্গ চালনাআর সম্ভব হয় না যার ফলে স্ত্রীরচরমানন্দ লাভের আগেই সঙ্গমেরসমাপ্তি হয়।বীর্যপাতের উপসর্গঅকাল শীঘ্রপতনের প্রধান লক্ষণহলো নারী-পুরুষ উভয়ের পুলকলাভের আগেই পুরুষের বীর্যপাতঘটে যাওয়া।বীর্যপাতের প্রকারভেদএ সমস্যাটি সাধারণত দু’ভাগেভাগ করা হয়ঃ প্রথমতঃ প্রাক-প্রবেশ অকাল বীর্যপাত যাতেস্ত্রী যোনীতে পুরুষাঙ্গ প্রবেশেরপূর্বে বীর্যপাত ঘটে যায়।দ্বিতীয়তঃ অঙ্গচালনার অব্যবহিতপরেই অকাল শীঘ্রপতন ।শীঘ্রপতনের কারণকী কারণে অকাল শীঘ্রপতন হচ্ছেতা নিরূপণ করতে বিশেষজ্ঞরাএখন পর্যন্ত চেষ্টা চালিয়েযাচ্ছেন। এক সময় ধারণা করা হতোযে সমস্যাটি সম্পূর্ণ মানসিকব্যাপার। কিন্তু বর্তমানে আমরাজানি, দ্রুত বীর্যপাত হওয়া একটিজটিল ব্যাপার এবং এর সাথেমানসিক ও জৈবিক দু’টিরই সম্পর্করয়েছে।মানসিক কারণকিছু চিকিৎসক বিশ্বাস করেন[তথ্যসূত্র প্রয়োজন], প্রাথমিকবয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে তাএমন একটি ধরনে প্রতিষ্ঠিত হয় যে,পরবর্তী জীবনে সেটা পরিবর্তনকরা কঠিন হতে পারে। যেমনলোকজনের দৃষ্টি এড়ানোর জন্যতড়িঘড়ি করে চরম পুলকেপৌঁছানোর তাগিদ।অপরাধ বোধ, যার কারণেযৌনক্রিয়ার সময় হঠাৎ করেইবীর্যপাত ঘটে যায়।অন্য কিছু বিষয়ও আপনার দ্রুতবীর্যপাত ঘটাতে পারে। এর মধ্যেরয়েছে পুরুষত্বহীনতা যেসব পুরুষযৌনমিলনের সময় তাদের লিঙ্গেরউত্থান ঠিকমতো হবে কি না তানিয়ে চিন্তিত থাকেন, কিংবাকতক্ষণ লিঙ্গ উত্থিত অবস্থায়থাকবে তা নিয়ে দুশ্চিন্তায়ভোগেন সেসব পুরুষের দ্রুতবীর্যস্থলন ঘটে।দুশ্চিন্তা। দ্রুত বীর্যপাত হয় এমনঅনেক পুরুষের দ্রুত বীর্যপাতেরএকটি প্রধান কারণ দুশ্চিন্তা।সেটা যৌনকাজ ঠিকমতো সম্পন্নকরতে পারবেন কি না সে বিষয়েহতে পারে। আবার অন্য কারণেওহতে পারে।দ্রুত বীর্যপাতের আরেকটি প্রধানকারণ হলো অতিরিক্ত উত্তেজনা।সাধারণত প্রথম যৌনমিলনেরপূর্বে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়।তাই প্রথম যৌনমিলনকালে পুরুষেরঅকাল বীর্যপাত হয়ে থাকে।শীঘ্রপতনের জৈবিক কারণবিশেষজ্ঞরা বিশ্বাস করেন[তথ্যসূত্র প্রয়োজন], কিছুসংখ্যকজৈবিক বা শারীরিক কারণে দ্রুতবীর্যপাত ঘটতে পারে। এসবকারণের মধ্যে রয়েছে:হরমোনের অস্বাভাবিক মাত্রামস্তিষ্কের রাসায়নিক উপাদানবা নিউরোট্রান্সমিটারেরঅস্বাভাবিক মাত্রাবীর্যস্খলন ব্যবস্থার অস্বাভাবিকক্রিয়াথাইরয়েড গ্রন্থির সমস্যাপ্রোস্টেট অথবা মূত্রনালীরপ্রদাহ এবং সংক্রমণবংশগত চারিত্রিক বৈশিষ্ট্য।সার্জারি কিংবা আঘাতেরকারণে স্নায়ুতন্ত্রের ক্ষতি হওয়া।নারকোটিকস বা মাদক কিংবাদুশ্চিন্তার চিকিৎসায় ব্যবহৃত ওষুধট্রাইফ্লুপেরাজিন প্রত্যাহার করাএবং অন্য মানসিক সমস্যা থাকা।আপনার ডক্টর হেল্থ সাইটে কোনপ্রকার অশ্লীল আর্টিকেল দেওয়াহয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য,সুন্দর ও সুখময় করে তোলার জন্যজানা অজানা অনেক কিছু তুলেধরা হয়।এরপরও আপনাদের কোরপ্রকার অভিযোগ থাকলে ContactUs মেনুতে আপনার অভিযোগজানাতে পারেন, আমরাআপনাদের অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করব। ধণ্যবাদআপনার ডক্টর হেল্থ সাইটের সাথেথাকার জন্য।