গনিতের ৫০০+ সূত্র এখন মাত্র ১০ এমবির একটি অ্যাপে

আসসালামু আলাইকুমআশা করি আল্লাহর রহমতে সকলেইভালো আছেন। আল্লাহর রহমতেআমিও ভাল আছি।আজ অনেকদিন পর একটি পোস্ট করছি। আশাকরি সকল ভাই-বোনের অনেক উপকারেআসবে। আমার জানামতে আমিই প্রথমপোস্ট করছি। কেউ আগে করে থাকলে মাফকরবেন। অনেকেই গনিত ভয় করে, কঠিনভাবে। কিন্তু সূত্র জানা থাকলে গনিতসবচেয়ে সহজ মনে হয়। আজ আপনাদের জন্যঅসাধারন একটি অ্যাপ নিয়ে এসেছি। ১০এমবির এই অ্যাপ আপনাদের অনেক উপকারকরবে। এতে রয়েছে ৫০০ এর বেশী অতিপ্রয়োজনীয় সূত্র।এই অ্যাপে (গণিতের সূত্র ৫০০+| MathFormula) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্তসকল সূত্র এবং ইউনিভার্সিটি ভর্তি,ব্যাংক ও বিসিএস পরীক্ষার জন্য স্পেশালসব সূত্র দেওয়া আছে । এখানে । গুরুত্বপূর্ণসূত্র গুলো মনে রাখার টেকনিক দেওয়াআছে।গনিত বিষয়টি কঠিন হলেও, সুত্র জানাথাকলে তা খুব সহজ হয়ে যায়। অধিকাংশস্টুডেন্টদের অংক করার সময অনেকঝামেলায় পড়েতে হয় যেমন সূত্র মনেথাকেনা আবার কোন অংক দেখার সময় তাকোন সূত্র ব্যবহার করা হয়েছে তা বুঝতেপারে না। তাছাড়া প্রয়োজনের সময় সূত্রমনেও আসে না আর বই তো সবসময় হাতেনিয়ে ঘুরা যায় না তাই সকল স্টুডেন্টদেরজন্য এই অ্যাপস । যা যে কোন স্থানে পড়তেপারবেন এবং যে কোন Android ডিভাইসেওপেন করতে পারবেন খুব সহজেই।এখানে ৫০০+ অতি প্রয়োজনীয় গণিতের সূত্রএকসাথে করে ক্যাটাগরি অনুযায়ীসাজানো হয়েছে, যাতে সহজে মনে থাকে। প্রয়োজনীয় সূত্রগুলোর ব্যাখ্যা দেওয়াহয়েছে এবং সূত্রের পাশাপাশি বিভিন্ননিয়ম বা পদ্ধতি দেওয়া হয়েছে। সুতরাংযখনই দরকার হবে তখনই একবার করে চোখবুলিয়ে নিতে পারবেন। আশা করি এভাবেএকসময় সবগুলি সূত্রই মুখস্ত হয়ে যাবে।::::::::::: |||| ::::::::::>>৫০০+ অতি প্রয়োজনীয় গণিতের সূত্রেরবিভাগসমূহ:>>গণিতের সূত্র>>গণিতের সূত্র ভাণ্ডার>>গণিতের হাজার হাজার সূত্র>>গণিতের সূত্র জানাবে>>গণিত সূত্র সম্ভার>>গনিতের সুত্র>>পাটিগণিতের সূত্র>>বীজগণিত সূত্র>>ত্রিকোনমিতির সূত্র>>বীজগণিতের সূত্রাবলী>>পরিমিতি সূত্র>>বীজ গণিতের সূত্র>>বীজ গণিতের সূত্র সমূহ>>গণিতের শর্টকাট ফর্মুলা>>সহস্র গাণিতিক সূত্র::::::::::: |||| ::::::::::আশা করি ডাউনলোড করে দেখবেনঅ্যাপটি।

apps Link = https://play.google.com/store/apps/details?id=com.panchdonaictcenter.essentialmathformula

Total Pageviews