Home »
Robi Free Internet Offer
» থাইল্যান্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে রবি
থাইল্যান্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে রবি
‘ডাকছে থাইল্যান্ড’ নামে সম্প্রতি নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিডেট। এ ক্যাম্পেইনের আওয়ায় রিচার্জের মাধ্যমে নিশ্চিত টকটাইম বা ইন্টারনেট বোনাসের পাশাপাশি গ্রাহকদের জন্য রয়েছে পর্যটন রাজধানী থাইল্যান্ড ভ্রমণের যুগল টিকেটসহ নানা আকর্ষণীয় উপহার।*১২৩*২৫# ডায়াল করে রবি গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। গ্রাহকরা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কোন পরিমাণ রিচার্জ করে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে নিশ্চিত বোনাস টকটাইম বা ইন্টারনেট উপভোগ করতে পারবেন। রিচার্জ করার সাথে সাথে ২৪ ঘন্টা মেয়াদী বোনাস পেয়েযাবেন গ্রাহকরা।এছাড়া রবি গ্রাহকরা প্রতিদিন থাইল্যান্ড ভ্রমণের টিকিট, এলইডি টেলিভিশন, সেলাই মেশিন, হ্যান্ডসেট, জ্যাকেট ও জার্সিসহ বিভিন্ন সারপ্রাইজ উপহার পাবার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটি শেষ হবে আগামী ৬ ডিসেম্বর, ২০১৭। বিজয়ীদের রবি’র পক্ষ থেকে কল দিয়ে জানানো হবে।ক্যাম্পেইন শেষে এর পুরষ্কার বিতরণ করা হবে। রবি’র সকল প্রিপেইড গ্রাহক এই মেগা ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।শুরু হলো পর্যটনের মৌসুম, তাই সঙ্গীসহথাইল্যান্ড ভ্রমণের এ সুযোগ ভ্রমণপিপাসুদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ। এছাড়া নিশ্চিত টক-টাইম বা ইন্টারনেট বোনাসের পাশাপাশি বিভিন্নউপহার ক্যাম্পেইনটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।