Home »
যৌন বিষয়ক টিপস
» জেনে নিন কনডমের প্রকারভেদ কারন গুলা।
জেনে নিন কনডমের প্রকারভেদ কারন গুলা।
নিরাপদ যৌনজীবনের অন্যতম চাহিদাগর্ভনিরোধকবা কন্ডম৷ বাজারে বিভিন্ন রকমেরগর্ভনিরোধকের চল রয়েছে৷ রয়েছেনানাফ্লেভারে কন্ডম৷ কিন্তু, অনেকেইহয়তোজানে না, এসব কন্ডমের সুফল৷ধারণা করা হয়, কন্ডম উৎপাদন পণ্যকেবাজারজাতকরতেই এই সমস্ত চটক দিয়ে থাকেবাস্তবেকিন্তু তা নয়৷বিশেষজ্ঞদের মতে, বাজারে যেসমস্ত কন্ডমপাওয়া যায় তার প্রত্যেক পৃথক সুফলরয়েছে৷সবটাই কিন্তু চটক নয় এক্কেবারে৷কন্ডমেররকমফেরে পৃথক সুখানুভূতি রয়েছে৷তেমন ১০রকমের কন্ডম সম্পর্কে নিচে দেয়াহলো।১. রিবস : এই জাতীয় কন্ডমের আউটারলেয়ারেরিবস থাকে৷ মহিলাদের স্টিমুলেশনবাড়ায় এই রিবস৷ফলে, মহিলাদের orgasm তাড়াতাড়িহয়৷ তাই,যৌনমিলনের চরম শিখরে পৌঁছতে এরজুড়ি মেলা ভার৷২. লং লাস্টিং : নামেই স্পষ্ট যে এইধরনেরকন্ডমের মহিমা৷ অনেকেইশীঘ্রপতনেরসমস্যায় ভোগেন৷ তাদের জন্য এই কন্ডমআদর্শ। কন্ডমের মাথায় এক ধরনেরসলিউশনলাগানো থাকে৷ যা পুরুষাঙ্গকেকিছুক্ষণের জন্যঅবশ করে দেয়৷ স্বাভাবিকভাবেইএরফলেঅর্গাজম হতে সময় লাগে৷৩. আন ফ্লেভারড : এই ধরনের কন্ডমসবচেয়েজনপ্রিয়৷ অধিকাংশরাই নিরাপদযৌনমিলনের জন্য এইবিশেষ ধরনের কন্ডম ব্যবহার করেথাকেন৷কিন্তু এই ধরনের কন্ডম কীভাবেসংরক্ষণেরপদ্ধতিটা জেনে নেওয়াটা খুবই সরকার৷এটি ব্যবহারকরার আগে অবশ্যই মেয়াদ যাচাই করেনেবেন৷তা না হলে বিপদে পড়তে হতে পারে৷৪. অ্যালো ভেরা : আমরা ভাল করেইজানি যেঅ্যালো ভেরার অনেক রকমের গুণআছে৷ভাবছেন কন্ডমের সঙ্গে অ্যালোভেরারসম্পর্কটা কোথায়? যদি কখনও একটুকরোঅ্যালো ভেরা কাটেন, তবে দেখতেপাবেনজেলির মতো পিচ্ছিল পদার্থবেরুচ্ছে। তাইন্যাচারল লুব্রিকেন্ট পেতে চাইলে এইকন্ডমব্যবহার করুন ।৫. ফ্লেভারড : বিভিন্ন ধরনেরফ্লেভারড কন্ডমপাওয়া যায়৷ ভ্যানিলা, স্ট্রবেরি,চকোলেট, বাবল গাম,কফি যা চাইবেন তাই পাবেন৷ এইধরনের কন্ডমওরাল সেক্সের সময় STD বা sexuallytransmitteddisease-এর আশঙ্কা অনেকটাই কমিয়েদেয়৷৬. ডটেড : এই জাতীয় কন্ডমের গায়েছোটছোট ডট থাকে৷ অন্য ধরনের অভিজ্ঞতাপেতে চাইলে, এই ধরনের কন্ডমই আদর্শ৷বেশিরভাগ কন্ডমেই লুব্রিকেন্টথাকে৷ তারসঙ্গে ডট থাকায় মিলন হয়ে ওঠেএকেবারেমধুর৷৭. আলট্রা থিন : অধিকাংশ পুরুষ কন্ডমব্যবহার করতেপছন্দ করেন৷ তারা মনে করেন কন্ডমেরকারণে স্বাভাবিক সুখানুভূতি পাওয়াযায় না । তাদের জন্যরয়েছে আলট্রা থিন কন্ডম৷ এই কন্ডমখুব পাতলাহয়৷ একেবারে ‘সুপার থিন’৷ যাতে মনেহবে‘ন্যাচরাল ফিল’ পাচ্ছেন৷৮. বিগ হেড : অধিকাংশ কন্ডোমমোটামুটি সবাইকেফিট করে৷ কিছু পুরুষ আছেন যাদের বড়সাইজ চাই।তাদের কথা মাথায় রেখে এই ধরনেরকন্ডমবাজারে পাওয়া যায়৷ ভুল সাইজেরকন্ডম ব্যবহার করাবন্ধ করা উচিত৷ কারণ, প্রয়োজনেরতুলনায় ছোটসাইজের কন্ডম সহজেই ছিঁড়ে যেতেপারে৷অজান্তেই ডেকে আনতে পারে বিপদ৷৯. এক্সট্রা লুব্রিকেটেড : বহু মহিলাড্রাই ভার্জিনারসমস্যায় ভোগেন৷ এই সমস্ত মহিলাদেরএক্সট্রালুব্রিকেটেড কন্ডম একেবারে আদর্শ৷এইজাতীয় কন্ডমে নর্মাল কন্ডমেরতুলনায় দু’গুণবেশি লুব্রিকেন্ট দেওয়া থাকে৷ ফলেঘর্ষণজনিত ব্যাথা কম হয়৷ পেইন ফ্রিসেক্সউপভোগ করা যায়।১০. ওয়ার্ম : ওয়ার্ম এবং স্টেমিসেক্সের জন্য এইবিশেষ ধরনের কন্ডম৷ এই কন্ডমেওয়ার্মিংএজেন্ট দিয়ে লুব্রিকেট করা হয়৷ ফলে,ব্যবহাকারীরা সহজেই আভাস পাবেন৷আপনি এবার আপনার পছন্দ এবংপ্রয়োজনমতোকন্ডমকে বেছে নিতে পারেন৷ অনুভবকরতেপারেন যৌনমিলনের প্রকৃত সুখানুভূতি৷