Home »
Islamic Story amp; Hadis
» বিপদের সময় যে দোয়াটি পাঠ করলেস্বয়ং আল্লাহ তায়া’লা সাহায্যের হাত বাড়িয়ে
দেন !!!
বিপদের সময় যে দোয়াটি পাঠ করলেস্বয়ং আল্লাহ তায়া’লা সাহায্যের হাত বাড়িয়ে দেন !!!
দোয়াটি হলো- ’আল্লাহুম্মাস তুর আওরাতীনা ওয়া আমীন রাওয়াতীনা’প্রখ্যাত সাহাবী হযরতআবু সাঈদ খুদরী (রাঃ)বর্ননা করেন, খন্দকের যুদ্ধের সময় আমরা আল্লাহররাসুল (সাঃ)এর নিকট আরয করলাম, ইয়া রাসুলুল্লাহ(সাঃ)! এ নাযুক মুহুর্তের জন্য কি কোনদোয়া আছে? আতংকের আতিশায্যে আমাদেরহৃদপিন্ড যেন কন্ঠনালী পর্যন্ত এসে যাচ্ছে।উত্তরেরাসুলুল্লাহ(সাঃ) বললেন,হ্যাঁ, আল্লাহর দরবারে এ ভাবে দোয়া কর, ’আল্লাহুম্মাস তুর আওরাতীনা ওয়া আমীন রাওয়াতীনা’অর্থাৎহে আল্লাহ! আমাদের সকল দুর্বলতাকে ঢেকে রাখুন এবং আমাদের আস্থিরতাকে স্থিরতায়পরিনত করুন।হযরত আবু সাঈদ খুদরী(রাঃ) বলেন,আল্লাহ তায়া’লা বাতাস পাঠিয়ে শত্রুদের মুখ থুবড়ে দিলেন এবং বাতাসের মাধ্যমেই তাদেরক ধ্বংস করে দিলেন।