Home »
Cricket Time Table Updates
» বিপিএলে সেমি-ফাইনালে যাবে কোন ৪টি দল?
বিপিএলে সেমি-ফাইনালে যাবে কোন ৪টি দল?
জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। সোমবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবারো লড়াইয়ে নামবে দলগুলো। চট্টগ্রামে চলছে বিপিএলের তৃতীয় পর্ব। বিপিএলে সেমি-ফাইনালে যাবে কোন ৪টি দল?লিগ পর্বের মোট ৪২ ম্যাচের মধ্যে ২৮টিএরই মধ্যে শেষ। কিন্তু দুই তৃতীয়াংশ ম্যাচ শেষ হলেও এখনো কোনো দলেরই প্রাথমিক পর্বের গণ্ডি পেরুনো নিশ্চিত হয়নি।মোট ৮৪ পয়েন্টের মধ্যে এরই মধ্যে ৫৬ পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ৭ দল মিলে। অবশিষ্ট ১৪ ম্যাচের ২৮ পয়েন্ট নিয়ে এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই।এর মধ্যে চট্টগ্রাম পর্বে বাকি রয়েছে আরো ৬টি ম্যাচ। মানে আরো ১২ পয়েন্ট ভাগ হবে ঢাকায় দ্বিতীয় পর্ব শুরুর আগে। কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইটানসের পয়েন্ট এখন ১১, তলানিতে থাকা চিটাগাং ভাইকিংসের মাত্র ৫। অর্থাৎ চট্টগ্রাম পর্ব শেষেও শেষ চার নিশ্চিত না হওয়ার সম্ভাবনা প্রবল সব দলের।কাজেই ঢাকায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠেয় ৮ ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে বিপিএলে অংশ নেয়া সব দল ও সমর্থকের। শেষ ১৬ পয়েন্টই নির্ধারণ করে দেবে শেষচার এর ভাগ্য।খুলনা ও কুমিল্লা ছাড়া আর কোনো দলের পয়েন্ট এখনো ডাবল ফিগারে ওঠেনি। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে খুলনা টাইটানস রয়েছে প্রথম স্থানে, ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস দ্বিতীয় এবং ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ঢাকা ডাইনামাইটস তৃতীয় স্থানে আছে।দুর্দান্ত শুরুর পর হারিয়ে যাওয়া সিলেট সিক্সার্স ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে পাঁচে। আর ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।ছিটকে পড়ার মুখে রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট ঝুলিতে পুরেছে রাজশাহী কিংস। তাদের অবস্থান ছয়ে। ৮ ম্যাচে ২ জয় ও ৫ হারে সাতে আছে সৌম্য-তাসকিনের চিটাগাং।