Home »
Robi Free Internet Offer
» রবি ফ্রিডম প্যাক
রবি ফ্রিডম প্যাক
রবি তার গ্রাহকদের জন্যে ‘অল ইন ওয়ান’ ফ্রিডম কম্বো বান্ডেল নিয়ে এলো। আপনাকে এখন আর ইন্টারনেট, মিনিট, এসএমএস ও কনটেন্ট আলাদাভাবে কিনতে হবে না – ফ্রিডম প্যাকে আপনার চাহিদার সবকিছু এক জায়গায় পাবেন।এই সেবায় আপনি নিচের সুবিধাদি পাবেন:কোন পিপিইউ চার্জ নেই: পোস্ট বান্ডেল ডিফল্ট পিপিইউ চার্জ বন্ধ থাকবে। কোন অপ্রত্যাশিত চার্জ হবে না।বুস্টার: : ভলিউম ও মেয়াদ বুস্টার কিনতে *৮৪৪৪* ডায়াল করে ৫ চাপুন।কোটা অব্যবহৃত থাকবে : মেয়াদের মধ্যেই একই বান্ডেল কেনা হলে অব্যবহৃত কোটা পরবর্তীতে ব্যবহার করা যাবে।বিবরণ:ইউএসএসডি মূল্য/ইএলরিচার্জ (ট্যাক্সসহ)ভলিউম (যেকোন ব্যবহারে)অতিরিক্ত বোনাস ভলিউমটক টাইম(যেকোন লোকাল অপারেটরে)এসএমএস (যেকোন লোকাল অপারেটরে)মেয়াদ (দিন)ইউএসএসডি কোড৯৮১ জিবি২৫০ এমবি*১০০ মিনিট১০০৭*১২৩*০৯৯#২৪৯৩ জিবি৫০০ এমবি**১৫০ মিনিট১৫০৭*১২৩*০২৪৯#৪৮৯৩ জিবি১ জিবি**২০০ মিনিট২০০৩০*১২৩*০৪৮৯#৮৮৯৭ জিবি৩ জিবি**৫০০ মিনিট৫০০৩০*১২৩*০৮৮৯#১৪৮৯১০ জিবি৮ জিবি**(রবি টিভি সাবস্ক্রিপশন ফ্রি)১০০০ মিনিট১০০০৩০*১২৩*০১৪৮৯#২৯৮৯৩০ জিবি২০ জিবি**(রবি টিভি সাবস্ক্রিপশন ফ্রি))২০০০ মিনিট২০০০৩০*১২৩*০২৯৮৯#* ফেসবুক, আইএমও, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ভাইবার ও হোয়াটসঅ্যাপেবোনাস ব্যবহার করা যাবে।** ফেসবুক, আইএমও, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ভাইবার, হোয়াটসঅ্যাপ, রবি টিভি ও ইয়োন্ডারে বোনাস ব্যবহার করা যাবে।দ্রষ্টব্য:*.প্যাকের মেয়াদকালীন সময়ে এই বান্ডেলের সাথে কোন পিপিইউ চার্জ নেই।*.(ইজিলোড ও উদ্যোক্তা বাদে) কেবল রবি প্রিপেইড গ্রাহক এই অফারের জন্যে উপযুক্ত।*.এই ইন্টারনেট প্ল্যানটি ২৪ ঘন্টায়ই ব্যবহার করা যাবে।*.এই প্ল্যানটি টুজি ও থ্রিজি উভয় নেটওয়ার্কেই ব্যবহার করা যাবে।*.অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স ও মেয়াদ চেক করতে *১২৩*৩*৫# অথবা*৮৪৪৪*৮৮# ডায়াল করুন।*.পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত এই অফারটি অব্যাহত থাকবে।*.মিনিট ব্যালেন্সও মেয়াদ চেক করতে*২২২*৮# ডায়াল করুন।*.এসএমএস বান্ডেল ও মেয়াদ চেক করতে*২২২*১২# ডায়াল করুন।