যৌনজীবনে যে ৮টি কারণে নারীরা অধিক অসুখী ও অতৃপ

পুরুষের তুলনায় যৌন জীবনে নারীদেরঅসুখী হবার হার অনেক বেশি। এমনকিনিজের ভালোবাসার পুরুষটির সাথেওযৌন জীবন নিয়ে খুশি নন প্রচুর নারী।মুখে প্রকাশ না করলেও মনের মাঝেএকটা চাপা ক্ষোভ নিয়ে জীবন যাপনকরেন টানা, মুখ ফুটে অনেকেই বলতেপারেন না যৌন জীবনে নিজেরঅতৃপ্তির কথা। কিন্তু এটা কেন? কেনপ্রচুর নারী রয়ে যান যৌন জীবনেঅসুখী ও অতৃপ্ত?১) ভুল ধারণা ও অজ্ঞতানারীদের যৌন জীবনে অসুখী রয়েযাওয়ার মূল কারণ হচ্ছে পর্যাপ্ত যৌনশিক্ষার অভাব। যৌনতা যে কেবলসন্তান উৎপাদনের মাধ্যম নয়, নারী ওপুরুষ উভয়ের জন্যই একটি আনন্দেরব্যাপার- এই ব্যাপারটি সম্পর্কে আজওঅজ্ঞ প্রচুর নারী। কী করতে হবে বাকীভাবে করলে আরও আনন্দময় হয়েউঠবে যৌন মিলন, সেটা জানা নেইবলে তাঁরা রয়ে যান অসুখী ও অতৃপ্ত।২) নিজেকে বুঝতে না পারাআসলে কী চাইছেন, তার শরীর কোনজিনিসে কীভাবে সাড়া দিচ্ছে,কোন অঙ্গগুলো যৌনতার ক্ষেত্রেস্পর্শকাতর বা নিজের শরীরেরচাহিদাগুলো কী কী ইত্যাদি বিষয়েঅজ্ঞতা বা বুঝতে না পারাও যৌনজীবনে অসুখী হবার একটি বড় কারণ।যেমন ধরুন, প্রচুর নারীই জানেন না যেক্লাইটোরিস কী বা যৌন জীবনে এরপ্রভাব কী।৩) কী চান সেটা বলতে না পারানিজেকে বুঝতে পারেন, নিজেরচাহিদাও জানেন, কিন্তু মুখ ফুটেবলতে পারছেন না নিজের ভালোলাগা না লাগার কথা। নারীদের যৌনজীবনে অতৃপ্ত থাকার অন্তরালে এটাএকটি বিশাল কারণ। এমনকি তিনি যেযৌন জীবনে সুখী নন, এটাও পুরুষসঙ্গীকে মুখ ফুটে বলতে পারেন নাঅনেক নারী।৪) লজ্জা ও সংকোচঅনেক নারীই মনে করেন যে মেয়েদেরযৌনতার কথা বলতে নেই, কিংবামেয়েদের যৌনতার বিষয়টি নিয়েকথা বল বা যৌন চাহিদা প্রদর্শনকরার বিষয়টি খুবই লজ্জার। তাই মনেরইচ্ছা মনেই চেপে রাখেন তাঁরা।৫) পুরুষ সঙ্গীর স্বার্থপরতাবেশিরভাগ পুরুষই নিজের সঙ্গীনিরযৌন চাহিদা পূরণের ব্যাপারেমনযোগী নন। বরং নিজের চাহিদামিটে গেলেই তাঁরা স্বার্থপরের মতআচরণ করতে শুরু করেন। এটাও নারীদেরঅতৃপ্ত থাকার একটি বড় কারণ।৬) অরগাজম সম্পর্কে ভুল ধারণাঅরগাজম বা চূড়ান্ত সুখ যে কেবলপুরুষের জন্য নয়। নারীরাও যে অরগাজমলাভ করতে পারেন এবং সেটা পুরুষদেরমতই প্রত্যেক মিলনে, এই ব্যাপারটিজানেন না প্রচুর নারী। কীভাবেঅরগাজম লাভ সম্ভব, কোন পজিশনেমিলিত হলে অরগাজম সহজে আসেইত্যাদি বিষয়ে অজ্ঞতার কারণেনারীরা রয়ে যান অসুখী।৭) শারীরিক-মানসিক সমস্যা নিয়েসংকোচযৌনতায় আগ্রহ নেই বা যৌনতা ঘিরেকোন শারীরিক সমস্যা বোধ করছেন?এমন অবস্থায় ডাক্তারের কাছে যাননা অধিকাংশ নারী। ফলে সামান্যএকটু চিকিৎসার অভাবেই তাঁদের যৌনজীবন রয়ে যায় বিভীষিকা ময়।৮) যৌনতা ঘিরে ভয়অনেক নারীর মাঝেই যৌনতা বিষয়েনানান রকমের ভীতি কাজ করে। ফলেএই বিষয়টি সম্পর্কে তাঁরা কখনো সহজমনোভাব পোষণ করতে পারেন না,চিরকাল বিষয়টি নিয়ে আড়ষ্টতা রয়েযায়।

Total Pageviews