Home »
Islamic Story amp; Hadis
» যে দু’আটি পাঠ করলে একলক্ষ গুনাহ্ মাফ হয়ে যায়!
যে দু’আটি পাঠ করলে একলক্ষ গুনাহ্ মাফ হয়ে যায়!
একলক্ষ গুনাহ্ মাফের দু’আযে ব্যক্তি জুমআর নামাজের পর একশত বার নিম্নোক্ত দু’আ পাঠ করবে, আল্লাহ্ তা’আলা তার একলক্ষ গুনাহ্ মাফ করে দিবেন এবং তার পিতামাতার চব্বিশ হাজার গুনাহ্ মাফ করে দিবেন।(ইবনুস সুন্নী)দু’আ:سُبْحَانَ اللّٰهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهٖউচ্চারণ: সুবহানাল্লা-হিল আজীমি ওয়াবিহামদিহী।সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ্ মাফের দু’আ:যে ব্যক্তি দিনে একশত বার করে নিম্নোক্ত দু’আ পাঠ করবে, তার গুনাহ্ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবুও আল্লাহ্ তা’আলা মাফ করে দিবেন। (মিশকাত)দু’আ:سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖউচ্চারণ: সুবহানাল্লা-হি ওয়া বিহামদিহী।আল্লাহ্ তা’আলা আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুক। আমিন।