Home »
Airtel Free Internet Offer
» এয়ারটেলের ইন্টারনেট ব্যবহারে বিপুল ছাড়
এয়ারটেলের ইন্টারনেট ব্যবহারে বিপুল ছাড়
কিভাবে নিজেদের দিকে গ্রাহকদের টানতে হয় তা খুব ভালমতোই জানা আছে এয়ারটেলের। তাই ৩৪৯ টাকার প্ল্যানটিকে সংশোধন করে তা বাজারে ছাড়ল এয়ারটেল। ৩৪৯ টাকার প্ল্যানে যেখানে প্রতিদিন ১ জিবি করে ডেটা দেওয়ার কথা বলা হয়েছিল, তা বাড়িয়ে ১.৫ জিবি করে দেওয়া হল। এর পাশাপাশি এয়ারটেল নতুন আরও একটি প্ল্যান আনল বাজারে। ৪৪৮ টাকায় ৭০জিবি ডেটার অফার রয়েছে নতুন এই প্ল্যানে। রিল্যায়েন্স জিওকে টেক্কা দিতে এয়ারটেল এবং ভোডা গ্রাহক টানতে প্রায় রোজই নতুন নতুন স্কিম নিয়ে আসছে।এয়ারটেলের ৪৪৮ টাকায় ৭০ জিবি ডেটার পাশাপাশি রয়েছে অফুরন্ত কথা বলার সুযোগ যে কোনও নেটওয়ার্কের ফোনে। ৭০দিনের এই প্যাকে ১০০টি মেসেজ বিনামূল্যে পাঠানো যাবে। অন্যদিকে, ভোডা ও আইডিয়াও ৮৪ দিনের ৪৯৬ ও ৪৯৮ টাকার প্যাক বাজারে এনেছে।