ব্রেকআপ হলে সবারই মনের কোনে একটু হলেও ক্ষত তৈরি হয়। মুখে হাসি থাকলেও, ভিতরে ভিতরে কষ্ট হয়ই। এই কষ্ট থেকে দূরে সরতে মহিলারা ঠিক কী কী করে জেনে নিন।
► মদ্যপান করলে নাকি কষ্ট কমে। এই ধারণা থেকেই ব্রেক আপে-এর পরে একবার অন্তত মদ্যপান করেন মহিলারা।
► সোশ্যাল মিডিয়াই এই সময়ে ভরসা। ব্রেক-আপেরও পরেও সঙ্গী কতটা সুখে আছেন, বা তাঁর আবার কোনও গার্ল ফ্রেন্ড হয়েছে কি না, তার উপর গোপনে নজর রাখেন।
► নিজের কবি সত্তা জাগিয়ে তোলেন। সে কবিতা পড়ার মতো না হলেও, নিজেদের কবি ভাবতে থাকেন।
► ভিতরে কষ্ট হলেও সোশ্যাল মিডিয়া ও বন্ধুদের সামনে নিজেকে এমন ভাবে প্রকাশ করেন যেন তিনি মুক্ত বিহঙ্গ।
► প্রাক্তন প্রেমিকের উপরে যত ক্ষোভ চেপে রাখার পরে, বন্ধুর (বিশেষ করে পুরুষ বন্ধু) কাছে নিন্দা করেন। যদিও মনে মনে কিন্তু অন্য কিছুই ভাবেন।
► টিন্ডার বা ফেসবুক থেকে নতুন কারোর সঙ্গে ঘোরা ও তাঁকে নিয়ে ভাবার চেষ্টা করেন। কিন্তু একটি ব্রেক-আপ থেকে বেরনোর জন্য আর একটি সম্পর্কে গেলে, সেই সম্পর্ক টেকে না। কারণ এই নতুন সম্পর্কটি আশ্রয় মাত্র। আশ্রয়ের প্রয়োজন শেষ হয়ে গেলেই সম্পর্কও শেষ হয়ে যাবে।
► বান্ধবীদের নিয়ে শপিং করতে যান।
► জীবনে পরিবর্তন আনতে চুল কেটে ফেলেন।
► ভাল থাকার কোনও মূল্য নেই— এই ধারণা পোষণ করে, নিজেও ‘খারাপ’ হওয়ার চেষ্টা করেন।
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» ব্রেকআপের পর মেয়েরা যে কাজগুলো করে