Home »
» ১৬ ডিসেম্বর উপলক্ষে এক্সটেন্ট আইটি দিচ্ছে ৫০০ এমবি হোষ্ট সম্পূর্ণ
১৬ ডিসেম্বর উপলক্ষে এক্সটেন্ট আইটি দিচ্ছে ৫০০ এমবি হোষ্ট সম্পূর্ণ
আস্সালামু আলাইকুম, বিজয়ের মাসে Extent IT লিমিটেড এর পক্ষ থেকে নিয়ে নিন ৫০০ MB পেইড হোস্টিং একদম ফ্রী। Extent IT লিমিটেড সময়ের সাথে প্রসার পাওয়া একটি ডোমেইন এবং হোস্টিং প্রতিষ্ঠান যারা ৪৬ তম জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে দিচ্ছে ৫০০ mb পেইড হোস্ট একদম ফ্রী। আমরা যারা ওয়েবসাইট তৈরি করি অথবা চালাই তারা ভালো ভাবে জানি একটি ওয়েবসাইট হোস্ট করতে হোস্টিং দরকার পরে তবে ফ্রী হোস্ট এ সাইট তৈরি করলে তা অনেক সময় সাসপেন্ড হয়ে যায় এবং ডাউন থাকে। সরি একটু বক বক করে ফেলছি। তো চলুন আর বক বক না করর কাজের কথায় আসি। ফ্রী হোস্ট নেওয়ার নিয়মাবলী: ১) প্রথমে নিচের লিংক এ ভিজিট করুন http://extentit.com ২) তারপর হেডার মেনু থেকে শেয়ারড হোস্ট পেইজ এ ভিজিট করুন ৩) তারপর ৫০০ এম্বি প্যাকেজ অর্ডার করুন। ৪) কুপন কোড হিসেবে ব্যাবহার করুন “AsrRifat.71” এক্ষেত্রে আপনার একটি ডোমেইন থাকা লাগবে। (ফ্রী অথবা পেইড) বিদ্র: একজন ইউজার মাত্র একটি ফ্রী হোস্ট নিতে পারবে। শর্ত: ১) আপনাকে একজন বাঙালি হতে হবে। ২) কারো ক্ষতি করার উদ্দেশ্যে (বোট,ফিসিং) ওয়েবসাইট বানাতে পারবেন না। ৩) নিয়মিত ওয়েবসাইট হালনাগাদ করতে হবে। সুবিধা: ১) আপনি পাচ্ছেন ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি ২) ৫০০ এম্বি পেইড হোস্ট একদম ফ্রী যার বাজার মুল্য ৫০০-৮০০ টাকা অসুবিধা: ১) হোস্ট টি আপনি এক বছরের জন্য পাবেন পরবর্তী বছরে আপনাকে তা রিনিও করতে হবে। ২) অফার টি শুধুমাত্র প্রথম ২০ জন ইউজার পাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন যাতে আগামীতে এরকম আরো ভালো পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ