Home »
Islamic Story amp; Hadis
» আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত এবং জাহান্নাম দিবেন।(আল্লাহর
কুদরতে তৈরি সাঁত আসমানের বর্ণনা)
আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত এবং জাহান্নাম দিবেন।(আল্লাহর কুদরতে তৈরি সাঁত আসমানের বর্ণনা)
আসসালামু আলাইকুম♥♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।♥♥আজকে যে ট্রিক্সটা নিয়ে আলোচনাকরব।সেটা হলো একটি ইসলামিক পোস্ট।♥আল্লাহ বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি বিনা হিসাবে জাহান্নাম এবং জান্নাতে যাবে।এবং আল্লাহর কুদরতে তৈরি আসমানের কিছু নিয়ে আলোচনা করব।♥♥প্রথমে বললাম যদি এই পোস্ট আগে করা হয়েছে।তাহলে ভালো করে বলবেন পোস্টটা ডিলিট করে দিব।♥♥যে তিন শ্রেণীর ব্যক্তি বিনা হিসাবে জাহান্নাম এ যাবে(১)বদ মেজাজ ও অহংকারী ব্যাক্তি।(২) যারা নবীজীর সাতে শত্রুতা রাখে।(৩) জীব জন্তুর ছবি অংকনকারী।♥হে আল্লাহ আপনি আমাদের এই কাজ গুলা থেকে হেফাজত করেন।আমিন♥♥যে তিন শ্রেণীর ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে(১)ন্যায়পরায়ণ বাদশা।(২)কুরআনের বাহক(3)যে ব্যক্তি নিজের জান,মাল,আল্লাহরর জন্য প্রস্তুত রাখেহে আল্লাহ আপনি আমাদের সবাইকে ব্যক্তিদের মধ্যে সামিল করে দিন। আমিন।♥♥আমরা সবাই জানি আল্লাহ তাআলা তিনি সাঁত আসমান সৃষ্টি করেন।আমরা কি জানি তার কুদরত দিয়ে আসমানকে কি কি সৃষ্টি করেছেন♥♥আল্লাহর কুদরত দিয়ে সৃষ্টি সাঁত আসমান।(1) ১ম আসমান( পানি দিয়ে)(2) ২য় আসমান ( লোহা দিয়ে)(3) ৩য় আসমান ( তামা দিয়ে)(4) ৪থ আসমান ( রূপা দিয়ে)(5) ৫ম আসমান (সোনা দিয়ে)(6) ৬ষ্ঠ আসমান (জমরজত দিয়ে)(7) ৭ম আসমান(ইয়াকুত পাথর দিয়ে)হে আল্লাহ সত্যি আপনার কুদরতে তুলনাহয় না।হে আল্লাহ আপনি আমাদের সবাইকেআপনার পথে চলার তাওফিক দান করেন।আমিন♥♥ভাইয়ারা ভূল হলে ক্ষমা করে দিবেন।আর বলবেন আমি ঠিক করে লিখব আবার।