কোর্ট মেরেজ এবং ধর্মান্তর টা কিভাবে করবো???কোর্ট মেরেজ এবং ধর্মান্তর কি একইদিনে হবে???

আমার নাম সালমান।আমি একজন প্রাপ্ত বয়স্ক ছেলে।আমি যে মেয়ে কে বিয়ে করতে যাচ্ছি সে হিন্দু কিন্তু সে আমাকে বিয়ে করার জন্য মুসলিম হওয়ার জন্য রাজি আছে।তার জন্ম ২০০০ সালের ২৬শে ফেব্রুআরি ।সে অনুযায়ী ২০১৮ এর ২৬শে ফেব্রুআরি তার ১৮ বছর হবে,সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে।আমি ইনশাআল্লাহ ২৬শে ফেব্রুআরি এর পর তার সাথে কোর্ট এ বিয়ে করব।
এখন আমার প্রশ্ন এই যে আমি কোর্ট মেরেজ এবং ধর্মান্তর টা কিভাবে করবো???কোর্ট মেরেজ এবং ধর্মান্তর কি একইদিনে হবে???


!Answer --- আপনি পারবেন করতে। তবে প্রথমে আপনি তাকে যে কোন উকিলের মাধ্যমে ধর্মান্তর করে কোন মাওলানা বা মসজিদের ইমাম দ্বারা কালেমা পড়িয়ে তাকে ধর্মান্তরিত করে পরবর্তীতে তাকে কোর্ট মেরেজ বা কোন সরকারী কাজী এর মাধ্যমে বিয়ে করতে পারবেন। তবে আমি মনে করি আপনি তাকে ধর্মান্তরিত করার পর একদিন বা দুদিন ওয়েট করবেন যেন সে ইসলামের মর্ম ‍বুঝতে পারে এবং তাকে নামাজের জন্য বলবেন। কারন তার মন তো পরে পাল্টিয়ে যেতে পারে। এর পর তাকে বিয়ে করবেন। তবে অবশ্যই দুইটা ক্ষেত্রেই চার জন্ স্বাক্ষী প্রয়োজন হবে।

Total Pageviews