Home »
Study
,
University Notice amp; Circuller
» ইনকোর্স পরীক্ষা না দিলে কি ফাইনাল পরীক্ষা দেওয়া যাবে?
ইনকোর্স পরীক্ষা না দিলে কি ফাইনাল পরীক্ষা দেওয়া যাবে?
ইনকোর্স পরীক্ষা না দিলে স্যারদের হাতের বিশ নাম্বার থেকে বঞ্চিত হবেন। ফাইনাল পরীক্ষা দেওয়া যাবে, আশি নাম্বার থেকে পাস মার্ক তুলতে হবে আর কি। ইনকোর্স পরীক্ষা দেওয়াটাই উত্তম, অনেক সময় পরীক্ষা না দিলে কলেজে র্ফরম ফিলাপ করাতে চাই না বা জরিমানা করে।