পারমনবিক বোমা নিয়ে আমার আজকার পোস্ট। পারমানবিক বোমার পারমনবিক বোমা তৈরির প্রক্রিয়া সম্পর্কেও কিছুটা আলোচনা করব। আবিস্কারক ছিলেন ওপেন হেইমার। ইংলিশে পারমনবিক বোমা Nuclear weapon এবং Atom Bomb-ও নামে পরিচিত।
পারমনবিক বোমা তৈরীতে যে রাসায়নিক পদার্থের প্রয়োজন হয় তার নাম হচ্ছে
ইউরেনিয়াম (U235-U238) ।
আর ইউরেনিয়ামই হচ্ছে পারমনবিক বোমা র অন্যতম মৌলিক উপাদান। ভাবছেন বাংলাদেশে বসে
পারমানবিক বোমা র জন্য এখন ইউরেনিয়াম পাবেন কোথায়? নাহ বেশী দূর যেতে হবে না কুলাউড়া, মৌলভীবাজারে গেলেই হবে। বাংলাদেশের কুলাউড়া, মৌলভীবাজারের একটি পাহাড়ে প্রচুর আঁকারে ইউরেনিয়াম এর অস্তিত্য পাওয়া গিয়েছে।
১ কেজি ইউরেনিয়াম এর মাধ্যমে যে পরিমান শক্তি উৎপন্ন হয় বা যে পরিমান বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় ঐ পরিমান বিদ্যুৎ উৎপন্ন করতে ১৮০০ টন তেল বা ৪৪০০ টন কয়লা লাগবে! পারমনবিক বোমার জন্য আরেকটি গুরুত্বপুর্ন বিষয়। আপনাকে মনে রাখতে হবে
পারমানবিক বোমা হচ্ছে E=mc 2 সূত্রের বাস্তব প্রয়োগ!
দুই প্রক্রিয়ায় সাধারণত
পারমনবিক বোমা তৌরি করা হয়ে থাকে এর মধ্যে প্রথম পক্রিয়াকে বলা হয় GUN TYPE ASSEMBLY METHOD এবং দ্বিতীয় পক্রিয়াকে বলা হয়
IMPRESSION ASSEMBLY METHOD ।