বছরের শুরুটা হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজ দিয়ে। এরপর লঙ্কানদের সাথে টেস্ট ও টি-২০ সিরিজ। কিছুদিন পরই নিদাহাস ট্রফি খেলতে টাইগারদের লঙ্কায় গমন।এরই মধ্যে নতুন খবর চাউর হয়েছে কিছুদিনের মধ্যে আবারো হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কটাও বেশ ভালো। আগামীতে বাংলাদেশের বিপক্ষে আরও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় শ্রীলঙ্কা। পূর্ণাঙ্গ সিরিজও আয়োজন করতে পারে দুই দেশ।
সোমবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধাণ থিলান সুমাথিপালা। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে লঙ্কান বোর্ড সভাপতি বলেন, “বাংলাদেশ আমাদের ক্রিকেটের অন্যতম প্রিয় বন্ধু। তাদের সহযোগীতা আমরা ভুলবো না। বিসিবি প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে। সুযোগ পেলেই দুই দেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলবে।”
তবে এখনো এই সিরিজের দিনক্ষন ঠিক হয়নি। দুই দেশের সমোঝতায় খুব শিগগিরই হতে পারে এই সিরিজ।
Home »
Cricket Time Table Updates
» আবারো বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে শ্রীলঙ্কা