কিভাবে নিজের ওয়েবসাইট ddos attack থেকে রক্ষা রাখা যায়?
ডিডস এ্যাটাক প্রতিরোধের কয়েকটি গাইডলাইন রয়েছে তন্মধ্যে অন্যতম গুলো হচ্ছে ব্যান্ডউইথ লিমিটেড, রোবাস্ট ডিজাইন, লিস্ট এ্যামাউন্ট অব সার্ভিস রান করানো, সিস্টেম প্যাচগুলো রেখে দেয়া ইত্যাদি। প্রয়োজনীয় ট্রাফিক রেখে দিয়ে ঐসব আইপিগুলো ব্লক করে দেয়া যেগুলো পোর্ট স্ক্যানিং বা লুকানো ডাইরেক্টরী খুজতে চেষ্টা করে।ডিডস প্রতিরোধের ভালো কোন উপায় নেই। কারন এটা কেউই জানে না যে, কোথা থেকে এটা আসবে এবং কতগুলো হোস্ট থেকে এটা পরিচালিত হবে। তাই কাঙ্খিত ওয়েবসাইটটি সবসময় আপডেটেড এবং প্যাচেস রাখলে ডিডস এ্যাটাক অনেকাংশে এড়ানো সম্ভব।