Firiye Dao Amar Prem (ফিরিয়ে দাও আমার প্রেম) Lyrics

Firiye Dao Amar Prem (ফিরিয়ে দাও আমার প্রেম)
Artist: Miles
Album: Best of Miles


Firiye Dao Amar Prem "Lyric"


নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন
ফিরিয়ে দাও আমার প্রেম
তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও দিনগুলি
এই ভাবে চলে যেও না
আমার হৃদয়জুড়ে
শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে
অকারণ অভিমানে
তুমি চলে যেও না
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না

Total Pageviews