চালাক ও বুদ্ধিমান মানুষের মধ্যে পার্থক্য কি?

খুব দ্রুত যে সমস্যার সমাধান করতে পারে, যেকোন বিষয়কে অন্য বিষয়ে লাগাতে পারে, তেমন কোন নিজ কর্ম ব্যতিত কৌশলে অন্যের উপর দিয়া কাজ হাসিল করে নিতে পারে তাকে চালাক বলে। এরা চালাক হলেও দূরদর্শী জ্ঞানসম্পর্ন নয়।
অন্য দিকে বুদ্ধিমান তাকেই বলে যে কোন কিছু করতে কৌশল প্রয়োগ করতে পারে। দুরদর্শী জ্ঞানসম্পর্ন, জটিল সমস্যার সমাধান বের করতে পারে। কৌশল প্রয়োগের ক্ষেত্রে চালাকের সাথে বুদ্ধিমানের এক মনে হলেও পার্থক্য হচ্ছে বুদ্ধিমান ধীরে ও নিপুন ভাবে নিজে করে। ফাকি দিয়া অন্যের দ্বারা কাজ হাসিল করেনা।

Last 7 Days Visitors